বুধবার, ০৮ মার্চ, ২০২৩
28 Nov 2024 05:28 am
খোকন হাওলাদার, গৌরনদী(বরিশাল)প্রতিনিধিঃ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জেলার মেহেন্দীগঞ্জ উপজেলায় চরগোপালপুর ইউনিয়নে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে হামলা ও সংঘর্ষে উভয়পক্ষের নয়জন আহত হয়েছে।
আহত একজনের অবস্থা আশঙ্কাজনক দাবি করে মেহেন্দীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম বলেন, একটি বাজারের নামকরণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম হাওলাদার ও আওয়ামী লীগ নেতা আলমগীর হোসেন স্বপন রাঢ়ীর মধ্যে বিরোধ চলে আসছে।
এরজের ধরে মঙ্গলবার ((০৮ মার্চ) সন্ধ্যায় দুইপক্ষের মধ্যে হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আবুল কালাম হাওলাদারের পক্ষের চারজন ও স্বপন রাঢ়ীর পক্ষের দুইজন আহত হয়। এরমধ্যে গুরুত্বর আহত মাহেব হোসেনকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম বলেন, স্থানীয় চৌকিদার বাজার থেকে আমার ছেলেসহ অনুসারীরা মুজিববর্ষ বাজারের উদ্দেশ্যে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে রওনা হয়। এ সময় স্বপন রাঢ়ীর বাড়ির সামনে পৌঁছলে তার ছেলে সজল মাহমুদ, স্বপনের ভাই জসিম উদ্দিন টগন, মাহতাব হোসেনসহ ১০/১৫ জনে দেশীয় ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। হামলাকারীরা পিটিয়ে ও কুপিয়ে আমার পক্ষের সাতজনকে আহত করেছে।
এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তিনি আরও বলেন, গুরুত্বর আহত মাহেব হোসেনকে শেবাচিম ও অন্যান্যের উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলো, শাওন, রায়হান, সোহাগ, জামাল হোসেন, সজীব ও রিয়াজ হোসেন। অভিযুক্ত স্বপন রাঢ়ীর ছেলে সজল মাহমুদের ব্যবহৃত মোবাইল নাম্বারে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি ফোনের সংযোগ কেটে দেয়ায় তার কোন বক্তব্য পাওয়া যায়নি।