বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
01 Aug 2025 04:43 am
![]() |
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ- গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাড়ে সাত কেজি শুকনা গাঁজা সহ ৩ মাদক কারবারি কে আটক করেছে পুলিশ।
জানা গেছে, আজ বিকেল ৫ টার দিকে গোবিন্দগঞ্জ থানার সেকেন্ড অফিসার সেলিম রেজার নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে আসামী মোঃ রাজন হোসেন (২০), পিতা-মোঃ মতিউর রহমান, মোঃ আল আমিন বিশ্বাস(৪২), পিতা- মৃত হোসেন আলী ও মোছাঃ আয়েশা খাতুন (৩২), স্বামী - মোঃ আলামিন হোসেন, সর্বসাং- বহরপুর গুচ্ছগ্রাম (আশ্রয়ন প্রকল্প), থানা- ইশ্বরদী, জেলা-পাবনা কে গোবিন্দগঞ্জ পৌরসভার ডাচ বাংলা ব্যাংকের সামনে থেকে আটক করে।
পরে এদের শরীরে তল্লাশি চালিয়ে প্রতিজনের শরীরে বিশেষ কায়দায় (বডি ফিটিং) অবস্থায় ২.৫ কেজি করে মোট -৭.৫কেজি ( সাড়ে সাত কেজি) শুকনো গাজা উদ্ধার করে।।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম বিষয় টি নিশ্চিত করেছেন।