বুধবার, ৩০ জুলাই, ২০২৫
30 Jul 2025 10:08 pm
![]() |
সংবাদ বিজ্ঞপ্তি:- রংপুরের গংগাচড়া উপজেলার বেতগাড়ী ইউনিয়নে আলদাদপুর গ্রামে মহানবী (সাঃ) প্রতি কটূক্তির অভিযোগে দুই দফায় সনাতন ধর্মাবলম্বীদের উপর হামলা ও ১৫টি বাড়িঘর ভাঙচুর করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ৫ দলীয় বাম জোট
জোটের সমন্বয়ক ও বিপ্লবী কমিউনিস্ট কেন্দ্রের সাধারণ সম্পাদক বিধান দাস, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-সিপিবি(এম) এর কেন্দ্রীয় কমিটির সভাপতি কমরেড এম এ সামাদ ও সাধারণ সম্পাদক কমরেড সাহিদুর রহমান, সোস্যালিস্ট পার্টি সভাপতি শাহীন আহমেদ, ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ)সভাপতি তালেবুল ইসলাম, সমতা পার্টি সভাপতি শামছুল হক আজ ২৯ জুলাই ২০২৫ সংবাদপত্রে দেওয়া এক বিবৃতিতে মহানবী (সাঃ) প্রতি কটূক্তির তথাকথিত অভিযোগে রংপুরের গংগাচড়া উপজেলার বেতগাড়ী ইউনিয়নে শনিবার রাতে ও রবিবার (২৭ জুলাই) বিকালে দুই দফায় সনাতন ধর্মাবলম্বীদের ১৫টি বাড়িঘর ভাঙচুর করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। ১৭ বছর বয়সের এক কিশোরের ফেসবুক পোস্টকে কেন্দ্র করে পরিকল্পিত এই হামলায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তাহীনতার চিত্র ফুটে উঠেছে। যা পরিকল্পিত ভাবে করা হচ্ছে।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, পুলিশ ঐ কিশোরকে গ্রেফতার করার পরও উত্তেজনা সৃষ্টি করা উদ্দেশ্য প্রণোদিত সাম্প্রদায়িক উন্মাদনা বলে উল্লেখ করে এর জন্য দায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান এবং ক্ষতিগ্রস্ত পরিবারের নিরাপত্তা বিধান করা ও উপযুক্ত ক্ষতিপূরণ প্রদানের দাবি জানানো হয় এবং ধারাবাহিক ভাবে দেশে ধর্মীয় উন্মাদনা সৃষ্টি কারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবী জানান।
বার্তা প্রেরক,হরিশ চন্দ্র রায় ইনচার্জ দপ্তর বিভাগ বিপ্লবী কমিউনিস্ট কেন্দ্র ও সদস্য, ৫ দলীয় বাম জোট কেন্দ্রীয় পরিচালনা কমিটি