শুক্রবার, ০১ আগস্ট, ২০২৫
02 Aug 2025 03:16 am
![]() |
রাজিবুল হাসান নুর,পলাশবাড়ী(গাইবান্ধাঃ- গাইবান্ধা জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন ৪৯৪ পলাশবাড়ী শ্রমিক কল্যাণ ফেডারেশন পলাশবাড়ী উপজেলা শাখার সভাপতি খাইরুল ইসলাম চান ও গাইবান্ধা জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন -৪৯৪ আবু তাহেরের নেতৃত্বে তলবী সভা নথিভুক্ত করেনি রেজিস্টার অব শ্রম দপ্তর রাজশাহী।ফলে মোশফেকুর রহমান রিপনকে সভাপতি ও আব্দুল মোত্তালেব সরকার বকুলকে সাধারণ সম্পাদক হিসেবে বহাল রেখেছে রেজিস্টার অব ট্রেড ইউনিয়ন শ্রম দপ্তর রাজশাহী।
২৮ জুলাই ২০২৫ রেজিস্ট্রার অব ট্রেড ইউনিয়নে সহকারী পরিচালক শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক পত্রে এই তথ্য নিশ্চিত করে বিভিন্ন দপ্তরে পত্র প্রেরন করা হয়েছে।
ফলে খাইরুল ইসলাম চান ও আবু তাহের সরকার কর্তৃক দাখিলকৃত নথিপত্রের কোন বাস্তবতা নেই। পত্রে গোলাম সারোয়ার প্রধান বিপ্লবকে বহিস্কৃত সাধারণ সম্পাদক ও আব্দুস সোবহান বিচ্চুকে পদত্যাগকারী সভাপতি হিসেবে উল্লেখ করা হয়েছে।
এই বিষয়ে গাইবান্ধা জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন -৪৯৪ সভাপতি মোশফেকুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। গাইবান্ধা জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন -৪৯৪ এর সাধারন সম্পাদক, আব্দুল মোত্তালেব সরকার বকুল বলেন এখন সংগঠনটি চালাইতে কোন বাধা নেই সব জটিলতা কেটে গিয়েছে।