জামালপুরে জাতীয় বিপ্লব সংহতি দিবস উপলক্ষে দোয়া ও র‍্যালী সমাবেশ অনুষ্ঠিত।

অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০৮ নভেম্বার ২০২৫ | সময়ঃ ০২:১০
photo

শাহ আলী বাচ্চু স্টাফ রিপোর্টার জামালপুর:-ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জামালপুরে দোয়া ,আলোচনা সভা ও আনন্দ র‌্যালি করেছে জেলা বিএনপি।দিবসটি উপলক্ষে শুক্রবার ৭ নভেম্বার বিকালে শহরের ফৌজদারি মোড়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
 

জামালপুর -৪ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে সঞ্চালনা করেন   বিএনপি মনোনীত জামালপুর-৫ আসনের দলীয় প্রার্থী ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ মো: ওয়ারেছ আলী মামুন , বক্তব্য রাখেন বিএনপির জলবায়ু বিষয়ক সহ-সম্পাদক ও জামালপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান বাবুল, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জামালপুর-২ আসনের মনোনীত প্রার্থী এম. সুলতান মাহমুদ বাবু , জেলা বিএনপির সহ-সভাপতি শফিউর রহমান শফি, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আহছাননুল হক রুমেল , সদর উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলন প্রমুখ উপস্থিত ছিলেন।
 

এ সময় জামালপুরের সাত উপজেলা থেকে আসা বিএনপিসহ অঙ্গ ও সহযোগি সংগঠনের শত শত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে আনন্দ র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে তমালতলা মোড়ে গিয়ে শেষ হয়।

শেয়ার করুন