অফিস ডেস্ক
মোকছেদুল মমিন মোয়াজ্জেম,দিনাজপুর প্রতিবেদক:-নীলফামারীর কিশোরগঞ্জে এক বৃদ্ধা নারীকে হত্যার ঘটনায় র্যাবের যৌথ অভিযানে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে এক প্রেসবিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গত ৯ জানুয়ারি দুপুর আনুমানিক ২টা ২০ মিনিটে কিশোরগঞ্জ উপজেলার ৮ নম্বর গাড়াগ্রাম ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের জুম্মারপাড় তেলিপাড়া গ্রামের নিজ বসতবাড়ির আঙিনায় দেলোয়ারা ওরফে দুলালী বেগম (৬০) নামে এক বৃদ্ধার মরদেহ পড়ে থাকতে দেখা যায়।
পরে খবর পেয়ে কিশোরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নীলফামারী সদর হাসপাতালের মর্গে পাঠায়।
এ ঘটনায় ভিকটিমের ভাই মো. হাফিজুল ইসলাম বাদী হয়ে কিশোরগঞ্জ থানায় দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি থানায় মামলা নম্বর ০৯ হিসেবে রেকর্ড করা হয়, ১০ জানুয়ারি।
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় বিষয়টি গুরুত্বসহকারে প্রচারিত হয়। ঘটনার পর থেকে অভিযুক্তরা আত্মগোপনে থাকায় তাদের গ্রেপ্তারে তৎপরতা জোরদার করে র্যাব।
এরই ধারাবাহিকতায় গত ১৪ জানুয়ারি সন্ধ্যা ৭টায় র্যাব-১৩ এর সিপিসি-২ (নীলফামারী) এবং র্যাব-৪ এর সিপিসি-২ (নবীনগর, সাভার) এর একটি যৌথ আভিযানিক দল ঢাকার সাভার থানাধীন জয়নাবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানে মামলার পলাতক দুই আসামি মো. এরশাদ আলী (৪৫) এবং তার ছেলে মো. সজিব (২২) কে গ্রেপ্তার করা হয়। তাদের বাড়ি নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায়।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি, এ ধরনের সহিংস অপরাধ দমনে র্যাবের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।