রাজশাহীতে স্কেটিং প্রতিযোগীতায় বগুড়া স্কেটিং ক্লাবের ৪টি স্বর্ণসহ ৮ পদক অর্জন

অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০৯ নভেম্বার ২০২৫ | সময়ঃ ০২:২৭
photo

 

তারুণ্যের উৎসব২০২৫ উপলক্ষে রাজশাহী স্কেটিং একাডেমীর আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ফ্রী স্টাইল ও স্পিড স্কেটিং চ্যাম্পিয়নশিপ। রাজশাহীর ভদ্রা পার্ক সংলগ্ন, পদ্মা আবাসিক এলাকায় অনুষ্ঠিত এই স্কেটিং প্রতিযোগীতায় রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা থেকে প্রায় দেড় শতাধিক স্কেটার অংশগ্রহণ করে। 

 

সেখানে উল্ল্যেখযোগ্য সংখ্যাক স্কেটার নিয়ে অংশগ্রহণ করে রাজশাহী স্কেটিং একাডেমী, বগুড়া রোলার স্কেটিং ক্লাব ও নওগাঁ স্কেটিং একাডেমী। উক্ত ইভেন্টে ছেলে ও মেয়েদের বয়সভিত্তিক আলাদা আলাদা ১০টি গ্রুপে স্কেটিং প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। যেখানে ভিন্ন ভিন্ন গ্রুপে ৪টি স্বর্ণপদক সহ ৮টি পদক অর্জন করে তাক লাগিয়ে দিয়েছে বগুড়ার স্কেটাররা। 
 

পদক অর্জনকারি বগুড়ার স্কেটাররা হলেন ঃ (বাম থেকে ডানে)
১। প্রকৃতি সরকার (স্বর্ণ পদক) 
২। জাফনুন আলম মারিয়া (স্বর্ণ পদক) 
৩। সারলিন জারা (স্বর্ণ পদক) 
৪। রুহুল হোসেন শান্ত (স্বর্ণ পদক) 
৫। অরিফুল ইসলাম আরিফ (রৌপ্য পদক)  
৬। জোহাইব ইবনে রহমান (রৌপ্য পদক)
৭। মিজানুর রহমান (ব্রঞ্জ পদক)
৮। আরহাম রহিম (ব্রঞ্জ পদক)
 

এছাড়াও উক্ত স্কেটিং প্রতিযোগীতাকে আরও আকর্ষনীয় করতে আয়োজন করা হয়েছিলো ফ্রী স্টাইল স্কেটিং প্রতিযোগীতা সেখানে একক স্কেটার হিসাবে খেলায় অংশগ্রহণ করে প্রথম স্থান অর্জন করেছে রাজশাহী স্কেটিং একাডেমির শাহিল, দ্বিতীয় স্থান অর্জন করেছে জায়ান ও তৃতীয় স্থান অজর্ন করেছে নওগাঁ স্কেটিং একাডেমীর আয়ান।দিনব্যাপী এই অনুষ্ঠান মালায় বাড়তি আনন্দ দানের জন্য আয়োজন করা হয়েছিলো  সাইকেল স্ট্যান্ড শো যা অতিথি ও উপস্থিত দর্শকদের দারুণভাবে মুগ্ধ করেছে। স্পিড স্কেটিং প্রতিযোগীতা পরিচালোনা করেন বগুড়া রোলার স্কেটিং  ক্লাবের প্রতিষ্ঠাতা ও কোচ আশরাফুল ইসলাম রহিত এবং নওগাঁ স্কেটিং একাডেমীর কোচ সাহিদুন্নবী সাহী।    

 

দেশের সমানধন্য মিমিক্রি আর্টিস্ট ও বাচিক শিল্পী সালমান ফারহানের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ) এর চেয়ারম্যান এস, এম, তুহিনুর আলম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের সহ-সভাপতি এমডি জাভেদ, সাধারণ সম্পাদক লুৎফর রহমান, স্কেটিং ফেডারেশন সদস্য এমডি আসলাম ও সাবেক যুগ্ম-সম্পাদক আশরাফুল আলম মাসুম।

 

এদিকে সম্প্রতি চায়নাতে অনুষ্ঠিত ”বেল্ট এন্ড রোড চায়না আসিয়ান স্পিড রোলার স্কেটিং সিটি ইনভাইটেশনাল প্রতিযোগীতায় বাংলাদেশের ৩০ বছরের স্কেটিং ইতিহাসে প্রথম জোড়া স্বর্ণপদক জয়ী স্কেটার উত্তরবঙ্গের কৃতি সন্তান নাবীয়্যূন ইসলাম পৃথিবীকে রাজশাহী স্কেটিং একাডেমীর পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়। সার্বিক অনুষ্ঠানটি ব্যবস্থাপনায় ছিলেন রাজশাহী স্কেটিং একাডেমীর পরিচালক সাজ্জু হোসেন ও প্রশিক্ষক মো: ফুয়াদ হাসান সাকিব।  

 

বাংলাদেশে এই প্রথম স্পিড স্কেটিং এর পাশাপাশি ফ্রী স্টাইল স্কেটিং প্রতিযোগীতার আয়োজন প্রসঙ্গে বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের সাধারণ সম্পাদক লুৎফর রহমান বলেন “ বিশ্বের অন্যান্য দেশে ফ্রী স্টাইল অত্যধিক জনপ্রিয় হলেও আমাদের দেশে এর প্রচলন নেই বললেই চলে। তবে দেশে প্রথমবারের মত এমন আয়োজনের সাহসী পদক্ষেপের জন্য আমি রাজশাহী স্কেটিং একাডেমীকে ধন্যবাদ জানাই। শিঘ্রই এই খেলাকে ফেডারেশনের অন্তর্ভূক্ত করে আরও উচ্চতর প্রশিক্ষনের মাধ্যমে আন্তর্জাতিক পরিসরে ফ্রী স্টাইল স্কেটারদের 

 

মাধ্যমেও দেশের জন্য বড় অর্জন বয়ে আনা সম্ভব।” এ বিষয়ে তিনি ফেডারেশনের পক্ষ থেকে সার্বিক সহযোগীতার আশ্বাসও প্রদান করেন। অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পদক ও সার্টিফিকেট তুলে দেয়া হয়।    

শেয়ার করুন