জামালপুরে জাতীয় বিপ্লব সংহতি দিবস উপলক্ষে দোয়া ও র‍্যালী সমাবেশ অনুষ্ঠিত।


শাহ আলী বাচ্চু স্টাফ রিপোর্টার জামালপুর:-ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জামালপুরে দোয়া ,আলোচনা সভা ও আনন্দ র‌্যালি করেছে জেলা বিএনপি।দিবসটি উপলক্ষে শুক্রবার ৭ নভেম্বার বিকালে শহরের ফৌজদারি মোড়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
 

জামালপুর -৪ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে সঞ্চালনা করেন   বিএনপি মনোনীত জামালপুর-৫ আসনের দলীয় প্রার্থী ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ মো: ওয়ারেছ আলী মামুন , বক্তব্য রাখেন বিএনপির জলবায়ু বিষয়ক সহ-সম্পাদক ও জামালপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান বাবুল, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জামালপুর-২ আসনের মনোনীত প্রার্থী এম. সুলতান মাহমুদ বাবু , জেলা বিএনপির সহ-সভাপতি শফিউর রহমান শফি, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আহছাননুল হক রুমেল , সদর উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলন প্রমুখ উপস্থিত ছিলেন।
 

এ সময় জামালপুরের সাত উপজেলা থেকে আসা বিএনপিসহ অঙ্গ ও সহযোগি সংগঠনের শত শত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে আনন্দ র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে তমালতলা মোড়ে গিয়ে শেষ হয়।


প্রধান উপদেষ্টা সম্পাদকঃ মোঃ নুরুল ইসলাম ওমর, সাবেক এমপি ও বিরোধী দলীয় হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মাক্সুদুল আলম হাওলাদার

নির্বাহী সম্পাদকঃ এম নজরুল ইসলাম

ফোনঃ ০১৭১৭০১৬১৩০

যোগাযোগঃ অফিসঃ সাতমাথা, বগুড়া গাজীপুর অফিসঃ সিলমন, টঙ্গি, গাজীপুর

© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।