অফিস ডেস্ক
এসএম সিরাজ,বগুড়া;-বগুড়া শহর জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল বলেছেন, আল্লাহর দ্বীন জমিনে প্রতিষ্ঠার আন্দোলনে সবাইকে প্রচেস্টা চালাতে হবে। মানুষের তৈরী করা আইনে দেশে খুন ধর্ষন রাহাজানি বৃদ্ধি পাচ্ছে।
একমাত্র আল্লাহর আইন পারে সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে। তিনি শুক্রবার রাতে বগুড়া সদরের রাজাপুর ইউনিয়নের মেঘাগছা হাফেজিয়া মাদরাসা ইয়াতিমখানার উদ্যোগে তাফসীরুল কুরআন মাহফিলে সভাপতির বক্তব্য এ কথা বলেন।
মাহফিলে প্রধান অতিথি ছিলেন ৫নং রাজাপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক রেজা।
মাহফিলে প্রধান বক্তা ছিলেন আজিজুল ইসলাম জিহাদী সাতক্ষীরা, আব্দুল্লাহ আল মাসউদ বিন আব্দুল মান্নান, আব্দুল হান্নান মাস্টার প্রমুখ। অনুষ্ঠানে হিফজ সমাপ্তকারীদের পাগড়ী প্রদান করা হয়।
শুক্রবার রাতে বগুড়া সদরের রাজাপুর ইউনিয়নের মেঘাগছা হাফেজিয়া মাদরাসা ইয়াতিমখানার তাফসীরুল কুরআন মাহফিলে সভাপতির বক্তব্য রাখেন শহর জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল।