শুক্রবার, ০৮ মার্চ, ২০২৪
26 Nov 2024 05:29 am
খোকন হাওলাদার,সাভার (ঢাকা) প্রতিনিধি:- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, মানুষের মৃত্যুর লাইসেন্স আমরা দিতে পারি না। দূষণরোধে পরিবেশ মন্ত্রণালয় ও শিল্প মন্ত্রণালয় একমত, যৌক্তিক সীমানার বাইরে যাওয়া সম্ভব নয়। ট্যানারি কারখানাগুলোতে ইটিসি চালুর টাইমলাইন দিতে হবে। একইসাথে অবৈধ কারখানাগুলোর কোরবানির পর ছাড়পত্র বাতিল করা হবে বলে জানান তিনি।
বুধবার (৬ মার্চ) বিকেলে সাভারের হেমায়েতপুরের হরিণধরায় অবস্থিত বিসিক চামড়া শিল্প নগরীতে এক সেমিনারে যোগ দিয়ে পরিবেশমন্ত্রী এসব কথা বলেন।
সাবের হোসেন চৌধুরী বলেন, অবৈধ কারখানাগুলোর ছাড়পত্র বাতিল কার্যক্রম শুরু করা হবে। আমরা বিগত ১০ বছরের মাইনাসে আছি। দূষণ ও পরিবেশ এখন গুরুত্ব দিতে হবে। অন্যথায় দূষণের কারণে ক্যান্সার হয়, মানুষের মৃত্যুর কারণ হয়।
এসময় সেমিনারে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, পরিবেশ ও বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, বিসিকের চেয়ারম্যান সঞ্জয় কুমার ভৌমিক প্রমুখ।