শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
23 Aug 2025 06:09 am
![]() |
পীরগঞ্জ(রংপুর)প্রতিনিধিঃ -রংপুরের পীরগঞ্জের চতরা হাটে মোটরসাইকেল চুরি করতে এসে জনতা হাতেনাতে আটক করে জামাত আলী (৫০) নামের এক চোর।
জানা গেছে, সে গাইবান্ধা জেলার সাদুল্যাপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের বৈষ্ণবদাস গ্রামের মৃত হাকিম উদ্দিনের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত এক সপ্তাহ আগে চতরা হাট থেকে এক ক্রেতার মোটরসাইকেল চুরি হয়। হাটে থাকা সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে স্থানীয়রা চোরকে শনাক্ত করে রাখে। শুক্রবার দুপুরে একই ব্যক্তি আবারও মোটরসাইকেল চুরি করতে এলে উপস্থিত ব্যবসায়ী ও ক্রেতারা তাকে ধরে ফেলে। পরে পুলিশের হাতে তুলে দেয়।
এ বিষয়ে পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম শফিক সত্যতা স্বীকার করে জানান, আটকৃত জামাত আলী একজন পেশাদার বাইক চোর। তার বিরুদ্ধে মামলা রুজু প্রক্রিয়াধীন।
মোঃ আকতারুজ্জামান রানা,পীরগঞ্জ(রংপুর) প্রতিনিধি