শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
23 Aug 2025 06:47 am
![]() |
প্রেস বিজ্ঞপ্তি:- তারিখ : ২২ আগস্ট ২০২৫ বাংলাদেশ জামায়াতে ইসলামী নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের এর সাম্প্রতিক মন্তব্যের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। তিনি গণমাধ্যমে বলেছেন, “জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগ পুনর্বাসিত হবে, এটি হচ্ছে অতি বুদ্ধিভিত্তিক পর্যালোচনা যার সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। আমরা বিএনপির বাইরে যতগুলো দল আছে সবাই মিলে একটি সমঝোতার নির্বাচনের চেষ্টা করছি, সেখানে জাতীয় পার্টিকে যুক্ত করা হবে না।”
আমি স্পষ্ট ভাষায় জানাতে চাই—জাতীয় পার্টি এদেশের মাটি ও মানুষের দল। এই দল কখনো কারো পদলেহনকারী ছিল না, আবার কোনো দলের পুনর্বাসনের হাতিয়ারও নয়। জাতীয় পার্টি তার নিজস্ব রাজনৈতিক ঐতিহ্য, সাংগঠনিক শক্তি এবং জনগণের আস্থার ওপর ভিত্তি করে টিকে আছে ও ভবিষ্যতেও টিকে থাকবে।
জাতীয় পার্টিকে বাদ দিয়ে কোনো জাতীয় ঐক্য বা নির্বাচনী সমঝোতা টেকসই হবে না। জনগণের কাছে গ্রহণযোগ্যতা ও মাঠ পর্যায়ের কর্মীদের শক্তিই প্রমাণ করে জাতীয় পার্টি বাংলাদেশের রাজনীতিতে কতটা গুরুত্বপূর্ণ। কাজেই জামায়াতের এই ধরণের মন্তব্য কেবল বিভ্রান্তি ছড়ানোর প্রয়াস এবং জাতীয় পার্টিকে অযথা খাটো করার অপচেষ্টা।
আমরা দৃঢ়ভাবে জানাতে চাই—জাতীয় পার্টি কখনোই কোনো ষড়যন্ত্র বা কারো দয়ার রাজনীতির ফসল নয়। জনগণের স্বার্থ রক্ষা ও গণতন্ত্র প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য।
অতএব, ডা. তাহেরের বক্তব্য আমরা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছি এবং তাকে ভবিষ্যতে দায়িত্বশীল মন্তব্য করার আহ্বান জানাচ্ছি।
মোঃ আজিজুল হুদা চৌধুরী সুমন,সদস্য, জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটি ,সাবেক সহসভাপতি জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি,সাবেক সভাপতি জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি ঢাকা মহানগর দক্ষিণ,সাবেক প্রচার সম্পাদক, জাতীয় পার্টি ঢাকা মহানগর দক্ষিণ