বৃহস্পতিবার, ০৫ জুন, ২০২৫
31 Jul 2025 06:53 pm
![]() |
৭১ভিশন ডেস্ক:- আগামী শনিবার দেশজুড়ে উদযাপন করা হবে ত্যাগ ও আনন্দের বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। হিজরি বর্ষপঞ্জি অনুসারে জিলহজ মাসের ১০ তারিখে ঈদুল আজহা উদযাপিত হয়। হজরত ইব্রাহিম (আ.)-এর সুন্নত অনুসরণ করে বিশ্বের মুসলিম সম্প্রদায়ের মানুষ এই দিন কোরবানি দিয়ে থাকেন। আজ থেকে শুরু হয়েছে ঈদুল আজহার ১০ দিনের ছুটি।
গতকাল অফিস শেষ করেই বাড়িতে রওনা দিয়েছেন অনেকে।পবিত্র ঈদুল আজহা আমাদের দেশে ‘কোরবানির ঈদ’ নামে বেশি পরিচিত। কোরবানির পশু কেনা, তার যত্ন ও পরিচর্যাকে ঘিরে থাকে ঈদের মূল প্রস্তুতি ওআনন্দ। ঈদের দিন ভোরে উঠে পরিচ্ছন্ন পোশাকে ঈদগাহে যেতে হয়।
ঈদের জামায়াতের পর খুতবায় ইমামরা হজরত ইব্রাহিম (আ.) ও হজরত ইসমাইল (আ.)-এর কোরবানির অমর ইতিহাস তুলে ধরেন। কোরবানির সুপ্রাচীন ইতিহাসে থাকে আত্মত্যাগের উদাহরণ। সম্মিলিতভাবে দুই রাকাত নামাজ শেষে সবার জন্য থাকে মঙ্গল কামনা। ব্যক্তি, সমাজ, দেশ, মুসলিম উম্মাহ এবং সারা বিশ্বের শান্তি ও কল্যাণ কামনা থাকে দোয়ায়।
পরস্পরের কোলাকুলিতে ঘটে ভালোবাসার প্রকাশ। ঈদগাহ থেকে ফিরে সামর্থ্যবান মুসলমানরা পশু কোরবানি করেন। ধর্মীয় নির্দেশনা অনুযায়ী মাংস ভাগ হয়ে যায় আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশী ও অসহায়দের মাঝে।পশু কোরবানিই এই ঈদের প্রধান ইবাদত। ঈদের দুই দিন পরও পশু কোরবানি হয়।
ঈদের আগে পশু কেনা, তার পরিচর্যা করার মধ্য দিয়ে যে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়, শহুরে জনপদে এবারও তা দেখা যাচ্ছে।ক্রেতারা হাট থেকে দর-কষাকষি করে পছন্দের পশুটি কিনে গলায় জরির মালা, শিংয়ে রাংতা জড়িয়ে দড়ি ধরে টানতে টানতে বাসায় নিয়ে যাচ্ছে।
আরো অন্তত সপ্তাহ বা ১০ দিন আগে থেকে গবাদি পশু ও পশু খাদ্যের সমাবেশ দেখা গেছে পাড়ায় পাড়ায়। পশুর হাঁকডাক আর তাদের যত্ন-আত্তি নিতে মানুষের ছোটাছুটিও নাগরিক পরিবেশে সৃষ্টি করছে অন্যরকম আবহ। গ্রামের অনেক গেরস্ত অবশ্য যত্নে লালন করা নিজের প্রিয় কোরবানির পশুটিকে শেষ সময়ে ভালোমতো খাইয়ে-দাইয়ে আরেকটু প্রস্তুত করছেন। রাজধানী ঢাকাসহ সারা দেশেই পশু কেনার কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে।
এবার ঈদ এসেছে গ্রীষ্মের একেবারে শেষ প্রান্তে। সাধারণত বর্ষার আগমনের এই সময়ে দেশজুড়ে প্রচুর বৃষ্টি হয়। কোথাও কোথাও বানের জলে ভোগান্তির সৃষ্টি হয়। এবারও এই শঙ্কা রয়েছে। তবে সব প্রতিকূলতার মধ্যেও মুসলমানদের প্রধান ধর্মীয় উত্সবে আনন্দের রোদ উঠবেই। আল্লাহর সন্তুষ্টির জন্য ভেতরের সব পশুত্বকে ত্যাগ করবে মানুষ। কোরবানির প্রকৃত তাত্পর্য জীবনে কার্যকর করতে মানবিক সাম্য, ত্যাগ ও সহমর্মিতার জয় হবে।
ঈদুল আজহা উপলক্ষে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানিয়ে বাণী দিয়েছেন।
জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়
পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত আগামী শনিবার সকাল সাড়ে ৭টায় জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হবে। এ ছাড়া বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে পাঁচটি জামাত আয়োজনের কথা রয়েছে। গত মঙ্গলবার ইসলামিক ফাউন্ডেশনের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এ ছাড়া আবহাওয়া প্রতিকূল থাকলে বায়তুল মোকাররম মসজিদে প্রধান জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিবছরের মতো এবারও বায়তুল মোকাররম মসজিদে ঈদের পাঁচটি জামাত হবে। প্রথম জামাত সকাল ৭টায় এবং দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম ও শেষ জামাত পর্যায়ক্রমে সকাল ৮টা, ৯টা, ১০টা এবং ১০টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে।
জাতীয় ঈদগাহে অনুষ্ঠেয় জামাত টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে বলে জানানো হয়েছে। এ ছাড়া রাজধানীর বাইরে প্রসিদ্ধ মসজিদগুলোর ঈদ জামাত ও বৃহত্তর জেলাগুলোর প্রধান জামাতের সময়সূচি ঈদের আগের দিন আগামীকাল শুক্রবার বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারসহ বেসরকারি চ্যানেলের মাধ্যমে জানানো হবে।
বসুন্ধরা আবাসিক এলাকায় ঈদের ১২ জামাত : বসুন্ধরা আবাসিক এলাকায় ঈদের ১২টি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত অনুষ্ঠিত হবে মারকাজুল ফিকরিল ইসলামীতে (বড় মসজিদ) সকাল সাড়ে ৬টায়, উম্মে কুলসুম জামে মসজিদে (সি ব্লক), আল আকসা জামে মসজিদ (আই ব্লক), বায়তুল আবরার জামে মসজিদ (এম ব্লক) এবং এল ব্লক জামে মসজিদে (এল ব্লক) সকাল ৬টা ৪৫, এফ ব্লক জামে মসজিদ, বায়তুর রহমান জামে মসজিদ (এল ব্লক) ও বায়তুল জান্নাত জামে মসজিদে (জি ব্লক) সকাল ৭টায়, বাইতুল কারীম জামে মসজিদ (এল ব্লক), মদিনাতুল উলুম (কে ব্লক), ফকিহুল মিল্লাত জামে মসজিদ (এন ব্লক) এবং বাইতুস সালাম জামে মসজিদে (এল ব্লক) সকাল ৭টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে।
ধানমণ্ডি আবাসিকে ৫ জামাত : ধানমণ্ডি এলাকায় ১৪ নম্বর রোডের সোবহানবাগ জামে মসজিদে সকাল ৮টায়, ১২ নম্বর রোডের তাকওয়া মসজিদে সকাল ৭টায়, ৬ নম্বর রোডের ঈদগাহ মসজিদে সকাল সাড়ে ৭টায়, ৭ নম্বর রোডের বায়তুল আমান মসজিদে সকাল সাড়ে ৭টায় এবং ৩ নম্বর রোডের এনায়েত মসজিদে সকাল ৭টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহে জামাত : কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠে ঈদুল আজহার নামাজের জামাত আয়োজনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।শোলাকিয়া ঈদগাহ পরিচালনা পর্ষদ সূত্র জানায়, শোলাকিয়ায় এবার ১৯৮তম ঈদের জামাত হবে। নামাজ শুরু হবে সকাল ৯টায়।
কালের কণ্ঠ