সোমবার, ২৩ জানুয়ারী, ২০২৩
26 Nov 2024 08:51 pm
সরাইল (ব্রাহ্মণবাড়িয়) থেকে মোঃ রাকিবুর রহমান রকিব :-ব্রাহ্মণবাড়িয়া জেলা সরাইল উপজেলা সরাইল থানার পুলিশের বিশেষ অভিযানে ১বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ফতেহ আলী (৫৫) কে গ্রেপ্তার করেছে
আজ রবিবার (২২ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টায় ইউনিয়নের আইরল (ঠাকুর বাড়ির) কুদরত আলীর বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত ইউপি সদস্য উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সদস্য ও বছিউড়া গ্রামের মৃত আহম্মদ আলীর ছেলে।
মামলার সূত্রে জানা যায়, সিলেট ফেঞ্চিগঞ্জের মোতালিব ব্রিজ থেকে ২০২০ সালে শ্রমিক পাঠানোর কথা বলে ২৭ লক্ষ টাকা আনেন ফতেহ আলী। শ্রমিক না পাঠিয়ে টাকাগুলা মেরে দেন তিনি। পরে আদালতে মামলা করলে আদালত তাকে ১ বছরের সাজা ও ২৭ লক্ষ্য টাকা জরিমানা করেন। ফতেহ আলী সাজা এড়াতে দীর্ঘদিন ধরে পালিয়ে বেড়াচ্ছিলেন। এ ব্যাপারে সরাইল থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহীন পারভেজ বলেন, আজ রবিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে এসআই রুবেল আখন কে নিয়ে আসামি ফতেহ আলীকে গ্রেপ্তার করতে সক্ষম হই।
তার বিরুদ্ধে টাকা আত্মসাৎ এর অভিযোগের আদালতে মামলা রয়েছে এবং সেই মামলা ১ বছরের সাজা ও ২৭ লক্ষ টাকা সাজাপ্রাপ্ত হয়েছে। আজ তাকে আমরা গ্রেতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করি।