বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
21 Aug 2025 10:27 am
![]() |
মো:ফখরুদ্দিন মোবারক শাহ (রিপন),নোয়াখালী সংবাদদাতা:-নোয়াখালীর সেনবাগে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় শিক্ষক পরিষদের সাধারণ সভা অনুষ্টিত হয়েছে।
২০ আগষ্ট বুধবার দুপুরে উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের সেনবাগ উপজেলা শাখার সভাপতি মাওলানা মোঃ হানিফের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন - বাংলাদেশ প্রাথমিক শিক্ষক পরিষদের নোয়াখালী সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মোঃ নুরনবী আফছার।
মোহাম্মদ আবদুল্ল্যাহ আল মামুনের সঞ্চলনায় এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন - সেনবাগ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আবদুল মালেক, সেনবাগ ফাজিল মাদরাসার শিক্ষক মোঃ ইয়াছিন মিয়াজী, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক পরিষদের সাবেক আহবায়ক খোরশেদ আলম, মোঃ দলিলুর রহমান, মোঃ ইলিয়াছ, আলা উদ্দিন।
পরে উপজেলা, পৌরসভা ও ৯টি ইউনিয়নের কমিটি ঘোষনা করা হয়। এতে উপজেলা মাষ্টার দলিলুর রহমান কে সভাপতি শহিদুল ইসলাম কে সাধারণ সম্পাদক করে উপজেলা কমিটি ঘোষনা করা হয়।