৭১ ভিশন ডেস্ক:- ব্রাজিলের বেলেমে অনুষ্ঠেয় কপ-৩০ সম্মেলনে তুলে ধরতে ২৬ দফা দাবিসংবলিত একটি জলবায়ু সনদ প্রকাশ করেছে বাংলাদেশের শতাধিক তরুণ জলবায়ুকর্মী।
সোমবার ‘বাংলাদেশ ইয়ুথ কপ ২০২৫’-এর সমাপনী অনুষ্ঠানে এই সনদ প্রকাশ করা হয়। ‘ন্যায়সংগত রূপান্তরের জন্য যুবসমাজের ভূমিকা’ শীর্ষক প্রতিপাদ্য নিয়ে রাজধানীর একটি হোটেলে তিন দিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করে ব্রাইটার্স এবং অ্যাকশনএইড বাংলাদেশ।
জলবায়ু সনদে জলবায়ু ন্যায়বিচার, জেন্ডার সমতা, পরিবেশ সুরক্ষা, নীতিনির্ধারণে যুবদের অংশগ্রহণ বৃদ্ধি এবং জলবায়ু প্রশমন ও অভিযোজনের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো স্থান পেয়েছে।
সমাপনী দিনে জলবায়ু ন্যায়বিচার ও ন্যায্য রূপান্তর নিয়ে তিনটি পৃথক প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। ‘সংলাপ থেকে আন্দোলন : ইয়ুথ কপ-২০২৫-এর সমাপ্তি’ শীর্ষক সেশনটি সঞ্চালনা করেন অ্যাকশনএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির। সেশনে জলবায়ু ইস্যুতে বৈশ্বিক নেতাদের দায়িত্ব এড়ানোর প্রবণতার সমালোচনা করেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইমেরিটাস ড. আইনুন নিশাত।
কালের কণ্ঠ