নড়াইলে ইট ভাটায় ম্যাজিস্ট্রেট শ্রাবণী বিশ্বাস'র নেতৃত্বে অভিযান ২ লাখ টাকা জরিমানা

অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৬ | সময়ঃ ০৯:৩৩
photo

উজ্জ্বল রায়,নড়াইল জেলা প্রতিনিধি:-নড়াইলের কালিয়ায় ইট ভাটায় ম্যাজিস্ট্রেট শ্রাবণী বিশ্বাস'র নেতৃত্বে অভিযান ২ লাখ টাকা জরিমানা। 

 

নড়াইল জেলার কালিয়ায় উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, মন্গবার (১৩ জানুয়ারী) দুপুর ১২ টায় নড়াইল জেলার কালিয়া উপজেলার বাবরা হাচলা ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামে অনুমোদনহীন টি এম বি ব্রিকস ভাটায় অভিযান চালিয়ে ভাটার যাবতীয় কার্যক্রম পরিচালনার উপকরণ ধ্বংস এবং ভাটার মালিকানাধীন কর্তৃপক্ষকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

 

কালিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শ্রাবণী বিশ্বাস এই অভিযান পরিচালনা ও জরিমানা করে।

 

এ সময় উপস্থিত ছিলেন কালিয়া উপজেলা ভূমি অফিসের ১০ জন কর্মচারী ২জন নায়েব, কালিয়া উপজেলা,ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং কালিয়া থানা পুলিশ প্রশাসনের জনবল।
 

জরিমানা ও মুচলেকা সহ বিভিন্ন কার্যক্রম পেশকারি দায়িত্ব পালন করেন কালিয়া উপজেলা ভূমি অফিসের নাজির শেখ বাবুল হোসেন। 

 

কালিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শ্রাবণী বিশ্বাস উপস্থিত  জানান কালিয়া উপজেলায় অনুমোদনহীন ইটভাটা আছে তার মালিকগণ যদি অবৈধ ভাবে ইট তৈরির  কার্যক্রম বন্ধ না করে তাহলে পর্যায়ক্রমে সকল ভাটায় আইননুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

 

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি।
 

শেয়ার করুন