কপ-৩০ সামনে রেখে জলবায়ু সনদে যুবসমাজের ২৬ দাবি


৭১ ভিশন ডেস্ক:- ব্রাজিলের বেলেমে অনুষ্ঠেয় কপ-৩০ সম্মেলনে তুলে ধরতে ২৬ দফা দাবিসংবলিত একটি জলবায়ু সনদ প্রকাশ করেছে বাংলাদেশের শতাধিক তরুণ জলবায়ুকর্মী।

সোমবার ‘বাংলাদেশ ইয়ুথ কপ ২০২৫’-এর সমাপনী অনুষ্ঠানে এই সনদ প্রকাশ করা হয়। ‘ন্যায়সংগত রূপান্তরের জন্য যুবসমাজের ভূমিকা’ শীর্ষক প্রতিপাদ্য নিয়ে রাজধানীর একটি হোটেলে তিন দিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করে ব্রাইটার্স এবং অ্যাকশনএইড বাংলাদেশ।

 

জলবায়ু সনদে জলবায়ু ন্যায়বিচার, জেন্ডার সমতা, পরিবেশ সুরক্ষা, নীতিনির্ধারণে যুবদের অংশগ্রহণ বৃদ্ধি এবং জলবায়ু প্রশমন ও অভিযোজনের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো স্থান পেয়েছে।


সমাপনী দিনে জলবায়ু ন্যায়বিচার ও ন্যায্য রূপান্তর নিয়ে তিনটি পৃথক প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। ‘সংলাপ থেকে আন্দোলন : ইয়ুথ কপ-২০২৫-এর সমাপ্তি’ শীর্ষক সেশনটি সঞ্চালনা করেন অ্যাকশনএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির। সেশনে জলবায়ু ইস্যুতে বৈশ্বিক নেতাদের দায়িত্ব এড়ানোর প্রবণতার সমালোচনা করেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইমেরিটাস ড. আইনুন নিশাত।


কালের কণ্ঠ


প্রধান উপদেষ্টা সম্পাদকঃ মোঃ নুরুল ইসলাম ওমর, সাবেক এমপি ও বিরোধী দলীয় হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মাক্সুদুল আলম হাওলাদার

নির্বাহী সম্পাদকঃ এম নজরুল ইসলাম

ফোনঃ ০১৭১৭০১৬১৩০

যোগাযোগঃ অফিসঃ সাতমাথা, বগুড়া গাজীপুর অফিসঃ সিলমন, টঙ্গি, গাজীপুর

© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।