দেশের সর্বনিম্ন তাপমাত্রা দিনাজপুরে

অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ২২ নভেম্বার ২০২৫ | সময়ঃ ০৪:১৬
photo

মোকছেদুল মমিন মোয়াজ্জেম,দিনাজপুর প্রতিবেদক:-দেশে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে উত্তরের জেলা দিনাজপুরে ১৪.৪ ডিগ্রি সেলসিয়াস।মৌসুমের শুরুতেই এমন তাপমাত্রা নেমে আসায় শীতের দাপট বাড়তে শুরু করেছে উত্তরাঞ্চলে।এছাড়া দেশের দ্বিতীয় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে পঞ্চগড়ের তেতুলিয়ায় ১৪.৮ ডিগ্রি সেলসিয়াস।

 

শুক্রবার (২১ নভেম্বর ) সকাল ১১টায় দিনাজপুর জেলা আবহাওয়া অফিসের ইনচার্জ তোফাজ্জল হোসেন জানান, ভোর ও রাতের দিকে ঘন কুয়াশা এবং উত্তর দিক থেকে বইতে থাকা শীতল বাতাসের প্রভাবে তাপমাত্রা দ্রুত নিচে নামছে।তিনি আরও বলেন, এটি মৌসুমের স্বাভাবিক প্রবণতা হলেও চলতি সপ্তাহে তাপমাত্রা আরও ১ থেকে ২ ডিগ্রি কমতে পারে।ফলে শীতের অনুভূতি আরও বাড়বে।

 

শীতের এ হঠাৎ আগমনী বার্তায় দিনাজপুর ও তেতুলিয়াসহ সমগ্র উত্তরাঞ্চলে সকালে সাধারণ মানুষকে কাঁথা, কম্বল জড়িয়ে চলাফেরা করতে দেখা গেছে। বিশেষ করে দুর্বল শ্রেণির মানুষের কষ্ট বেড়েছে। স্কুলগামী শিক্ষার্থীদের ভোরে বের হতে হিমশিম খেতে হচ্ছে।

 

উত্তরাঞ্চল দিয়ে ধীরে ধীরে মৃদু শৈত্যপ্রবাহ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে দিনের বেলায় রোদ থাকায় সামান্য স্বস্তি পাওয়া যাচ্ছে।শীতের আগমনী আবহে উত্তরবঙ্গের জনজীবনে জমে উঠেছে শীতের প্রস্তুতি, বাজারে বেড়েছে কম্বল, উলের পোশাক ও শীতবস্ত্র কেনার ধুম।

শেয়ার করুন