কচাকাটা থানা পুলিশের অভিযানে অবৈধ ড্রেজার মেশিনের সরঞ্জাম শব্দ।

মামলা দায়ের।
অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ২২ নভেম্বার ২০২৫ | সময়ঃ ০৪:১২
photo

সাইফুর রহমান শামীম,কুড়িগ্রাম:- কুড়িগ্রামের কচাকাটায় অবৈধ বালু উত্তোলনের দায়ে ড্রেজার মেশিনের সরঞ্জাম জব্দ করেছে পুলিশ। এ সময় অবৈধ ড্রেজার মেশিন ব্যবহারকারীরা পালাতে সক্ষম হয়েছে।জানা যায় কুড়িগ্রামের কচাকাটা থানার টুংকার চর  গ্রামের মফিজুলের বাড়ির পূর্ব পাশে সংকোশ নদী হতে ডিজেল চালিত ড্রেজার মেশিনের মাধ্যমে অবৈধভাবে বালু উত্তোলন করেন একই থানার মাদারগঞ্জ পুরাতন গোডাউন  পাড়ার শাহাজাহান মিয়ার পুত্র স্বপন  ও বল্লবের খাস এলাকার শাহিনুর রহমানের পুত্র আলামিন।

 

এতে নদীর প্রাকৃতিক প্রবাহ, এবং নদী ভাঙ্গন সহ আশপাশের রাস্তাঘাট, কৃষি  জমি, ও সরকারি সম্পত্তির ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কায় এলাকাবাসীর গোপন সংবাদের ভিত্তিতে ১৯ নভেম্বর সহকারী পুলিশ সুপার (ভুরুঙ্গামারী সার্কেল) মুনতাসির মামুন মুন অবগত হওয়ার পর তার নির্দেশে কচাকাটা থানার অফিসার ইনচার্জ লুৎফর রহমান,এসআই মিন্টু মিয়া সহ অফিসার ফোর্সের একটি টিম সেখানে হানা দেয়।এ সময় অবৈধ বালু উত্তোলনকারীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালাতে সক্ষম হয়। পরে পুলিশ  পরিবেশ বিধ্বংসী পাঁচটি প্লাস্টিকের পাইপ, একটি সাদা রংয়ের প্লাস্টিক, দুইটি সাদা রঙের জেরিকেন জব্দ করে।

 

ঘটনাস্থলে সংশ্লিষ্ট মেশিনের মালিক স্বপন ও আলামিন অনুপস্থিত থাকায় তাদের বিরুদ্ধে কচাকাটা থানায় বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর   ১৫(১)ধারা মোতাবেক মামলা দায়ের হয়েছে।

শেয়ার করুন