বগুড়ায় বেসরকারী শিক্ষক-কর্মচারী ফোরাম এর আলোচনা সভা

অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ২২ নভেম্বার ২০২৫ | সময়ঃ ০২:৩০
photo

বাংলাদেশ বেসরকারী শিক্ষক-কর্মচারী ফোরাম (বাবেশিকফো) বগুড়া জেলা  কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার বিকেলে শহরের ইয়াকুবিয়া উচ্চ বালিকা উচ্চ বিদ্যালয়ের হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। শিক্ষক জিল্লুর রহমান বাদলের সভাপতিত্বে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সচেতন শিক্ষক সমাজের উপস্থিতিতে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়। সভায় সর্ব সম্মতিক্রমে শালফা টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ মোঃ ইউসুফ আলীকে সভাপতি এবং ইয়াকুবিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফেরদৌস আলম ফারুক কে সাধারণ সম্পাদক  হিসেবে ঘোষনা করা হয়।

 

এফ এম সহিদুল ইসলাম জয় এর সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক গন। সভায় বিভিন্ন আলোচনা ও পরামর্শের মাধ্যমে শিক্ষকদের সম্যসা তুলে ধরা হয়। বিশেষ করে সরকারী নিয়মে বাড়ি ভাড়া, ১০০ ভাগ উৎসব ভাতা শ্রান্তিকারীন ভাতা, পূর্ণ চিকিৎসা ভাতা সহ বিএড বৈষম্য ছাড়াও শিক্ষক পদায়ন এবং শিক্ষার সার্বিক উন্নয়নের কথা উঠে আসে।

 

 খবর বিজ্ঞপ্তির

শেয়ার করুন