হিলিতে তারেক রহমানের ৬১তম জন্মজয়ন্তী পালিত

অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ২১ নভেম্বার ২০২৫ | সময়ঃ ০৪:৪৩
photo

মোকছেদুল মমিন মোয়াজ্জেম,দিনাজপুর প্রতিবেদক:-দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মজয়ন্তী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হয়েছে।

 

বৃহস্পতিবার (২০ নভেম্বর) দক্ষিণ বাসুদেবপুর ক্বাছিমিয়া মাদরাসা প্রাঙ্গণে মাদরাসার ছাত্রদের অংশগ্রহণে দোয়া মাহফিল এবং ভালোবাসার প্রতীক হিসেবে খাবার বিতরণের আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে দোয়ার মাধ্যমে তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও দেশের উত্তরণের জন্য বিশেষ প্রার্থনা করা হয়। পরে শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হলে পুরো পরিবেশ উৎসবমুখর হয়ে ওঠে।

 

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক সাখাওয়াত এস এম রেজা বিপুল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সোহেল,সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
 

শেয়ার করুন