কুমিল্লায় বিএনপির দুই গ্রুপের কর্মসূচীকে কেন্দ্র করে নগর জুড়ে উত্তেজনা

অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ২১ নভেম্বার ২০২৫ | সময়ঃ ০৪:২৭
photo

 
 
জেলা প্রতিনিধি,কুমিল্লা।। 
 
 
কুমিল্লা নগরের টাউন হল মাঠে বিএনপির দুই গ্রুপের পৃথক সমাবেশ আহ্বানকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। 
 
এর আগে টাউন হল মাঠের পশ্চিম পাশে বৃহস্পতিবার বিকেল ৩টায় নির্বাচনী সমাবেশ আহ্বান করে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও কুমিল্লা-৬ (আদর্শ সদর, সদর দক্ষিণ ও সিটি কপোরেশন) আসনে দলটির মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মো. মনিরুল হক চৌধুরী।
 
অপরদিকে, একই দিন ওই মাঠের পূর্ব পাশে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে সকাল ১১টায় দোয়া মাহফিলের আয়োজন করেন মনোনয়নবঞ্চিত বিএনপির চেয়ারপারসনের আরেক উপদেষ্টা আমিন উর রশিদ ইয়াছিনের অনুসারীরা।
 
 একই স্থানে আহ্বান করায় কান্দির পাড় ও টাউনহল জুড়ে  চরম উত্তেজনা বিরাজ করছে ।
 
গত দুই দিন ধরে উভয় পক্ষই সমাবেশের প্রস্তুতি নিলেও সম্ভাব্য সংঘর্ষের আশঙ্কায় প্রশাসন টাউন হল মাঠে কোনো সমাবেশ না করার নির্দেশ দেয়। বৃহস্পতিবার  সকাল থেকে টাউন হল মাঠের প্রধান ফটক তালাবদ্ধ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
 
পুলিশ, বিজিবি, সেনাবাহিনী ও র‍্যাবের সদস্যরা যেকোন অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেজন্য তৎপর রয়েছে।   সমাবেশস্থলে প্যান্ডেলসহ সব প্রস্তুতিমূলক কার্যক্রম বন্ধ করে দেওয়া হয় এবং মাঠে সাধারণ মানুষের প্রবেশ পুরোপুরি নিষিদ্ধ করা হয়।
 
 
সমাবেশস্থলে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে বিবেচনায় উভয় পক্ষকে টাউন হল থেকে কর্মসূচি সরিয়ে নিতে বুধবার গভীর রাতে নির্দেশনা দেন কুমিল্লা জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী।
 
 
তিনি বলেন, দুই পক্ষকে রাতে লিখিতভাবে জানিয়ে দেওয়া হয়েছে— তারা কেউই বৃহস্পতিবার টাউন হল মাঠে কোনো কর্মসূচি পালন করতে পারবে না। তাদের বিকল্প স্থানে কর্মসূচি পালনের আহ্বান জানানো হয়েছে।
 
 
এদিকে পুরো এলাকায় কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। মাঠের মূল ফটকে শতাধিক পুলিশ মোতায়েন রয়েছে, পাশাপাশি সেনাবাহিনীর সাতটি গাড়িবহর নিয়ে টহল দলও সতর্ক অবস্থানে আছে।
 
 
মনোনয়ন পাওয়া মনিরুল হক চৌধুরী ও মনোনয়ন বঞ্চিত হাজী আমিন উর রশিদ ইয়াছিন—উভয় গ্রুপের একই স্থানে সমাবেশ ডাকায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে। প্রশাসনের দাবী—শান্তি–শৃঙ্খলা বজায় রাখা ও জননিরাপত্তা নিশ্চিত করতেই এই কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে
 
 
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাইফুল মালিক বলেন, টাউন হল গেটে রাতেই প্রশাসনের পক্ষ থেকে তালা দেওয়া হয়েছে।
 
 
এরপর মাঠে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। তা ছাড়া সকাল থেকে সেনাবাহিনী, র‌্যাব, পুলিশ ও গোয়েন্দাসহ বিপুলসংখ্যক আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উপস্থিত রয়েছে। 
 
 
সাকলাইন যোবায়ের কুমিল্লা 

শেয়ার করুন