কাহালুর গ্রীন ভিউ মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও কোরআন শরিফ বিতরণ

অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ২০ নভেম্বার ২০২৫ | সময়ঃ ০৬:২১
photo

কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ বৃহস্পতিবার  দুপুরে বগুড়ার কাহালুর গ্রীন ভিউ মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। 
অভিভাবক সমাবেশে সভাপতিত্ব করেন কাহালুর গ্রীন ভিউ মডেল মাদ্রাসার সভাপতি আলহাজ্ব ফখরুল ইসলাম। 
        উক্ত অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া সরকারি মুস্তাফাবিয়া আলিয়া মাদারার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ শাইখ মুহাম্মদ নজরুল ইসলাম। 
গ্রীন ভিউ মডেল মাদ্রাসার অধ্যক্ষ মো. আবুল কালাম আজাদ এর সঞ্চাালনায় অভিভাবক সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অত্র মাদ্রাসার সহ-সভাপতি আলহাজ্ব শহীদুর রহমান সবুজ, কাহালু মডেল মসজিদের খতিব হাফেজ মাওঃ আব্দুল্লাহ আল গালিব, গ্রীন ভিউ মডেল মাদ্রাসার নির্বাহি পরিচালক মাওঃ ইউসুফ আলী, পরিচালক আব্দুল লতিফ শিশির, কাহালু পৌরসভার সাবেক কাউন্সিলর হাফেজ নজরুল ইসলাম সাইফুল প্রমুখ। অভিভাবক সমাবেশ শেষে ১০ জন ছাত্র/ছাত্রীদের মাঝে কোরআন শরিফ বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ।

শেয়ার করুন