জামালপুরে নবাগত জেলা প্রশাসক ইউসুপ আলীর সাথে সাংবাদিকদের মতবিনিময়।

অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ২০ নভেম্বার ২০২৫ | সময়ঃ ০৪:৫৭
photo

শাহ আলী বাচ্চু স্টাফ রিপোর্টার জামালপুর:-জামালপুরে নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট  ইউসুপ আলী–কে স্বাগত জানিয়ে স্থানীয় সাংবাদিকদের উদ্যোগে  পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার ১৯ নভেম্বর বিকাল ৩ টায়  জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই সভায় জেলার বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
 

সভায় জেলা প্রশাসক ইউসুপ আলী তাঁর বক্তব্যে বলেন,“জামালপুরের উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সাংবাদিক সমাজ আমার সবচেয়ে বড় সহযোগী। সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন ও গঠনমূলক সমালোচনা প্রশাসনকে আরও দায়িত্বশীল হতে সহায়তা করে।তিনি আরও বলেন , প্রশাসনের কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে জেলা প্রশাসন সর্বদা সংবাদমাধ্যমের সাথে  যোগাযোগ বজায় রাখবে। কোনো ধরনের অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে বলেও জানান তিনি।
 

সভায় উপস্থিত সিনিয়র সাংবাদিকেরা নবাগত জেলা প্রশাসককে স্বাগত জানিয়ে জেলার দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা— শিক্ষা,স্বাস্থ্যসেবা, নদীভাঙন, সড়ক অবকাঠামো, সামাজিক নিরাপত্তা বেষ্টনী, বাল্যবিবাহ ও মাদক নিয়ন্ত্রণ— এসব বিষয়ে বাস্তব চিত্র তুলে ধরেন। গণমাধ্যমকর্মীরা জেলার উন্নয়ন কার্যক্রম দ্রুত ও যথাযথভাবে বাস্তবায়নে প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ের প্রত্যাশা ব্যক্ত করেন।

 

অনুষ্ঠানে বক্তারা বলেন, সংবাদমাধ্যম রাষ্ট্রের চতুর্থ   স্তম্ভ  হিসেবে জনস্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জেলা প্রশাসন ও গণমাধ্যম একে অন্যের সহযোগী; তাই উন্নয়ন, মানবিকতা, স্বচ্ছতা ও আইনশৃঙ্খলা রক্ষায় পারস্পরিক সম্মান ও সহায়তা অব্যাহত থাকা জরুরি।
 

সভায় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকার প্রতিনিধি, অনলাইন নিউজ পোর্টালের সাংবাদিক, স্থানীয় গণমাধ্যম কর্মী,বিভিন্ন চ্যানেলের ক্যামেরাপার্সন।উপস্থিত সবাই নবাগত জেলা প্রশাসক ইউসুপ আলীর বক্তব্যে প্রতি  কৃতজ্ঞতা জ্ঞাপন।নবাগত জেলা প্রশাসকের প্রচেষ্টায়  আধুনিক, উন্নত জামালপুর গড়ার আবারো আহ্বান জানান।শাহ আলী বাচ্চু।জামালপুরে নবাগত জেলা প্রশাসক ইউসুপ আলীর সাথে সাংবাদিকদের মতবিনিময় । শাহ আলী বাচ্চু স্টাফ রিপোর্টার জামালপুর।।

 

 

 

 

শেয়ার করুন