অফিস ডেস্ক
পলাশবাড়ী(গাইবান্ধা)প্রতিনিধিঃ-পলাশবাড়ীতে বিএডিসি ক্ষুদ্রসেচ ইউনিটের উপসহকারী প্রকৌশলীর কার্যালয় দীর্ঘদিন ধরে তালাবদ্ধ পড়ে আছে। নিয়মিত অফিস খোলা না হওয়ায় ভোগান্তিতে পড়ছেন প্রান্তিক কৃষকরা।
অভিযোগ রয়েছে—উপসহকারী প্রকৌশলী মোঃ আল জোবায়ের আসিফ নিয়মিত অফিসে না এসে বাসা থেকেই অধিকাংশ কার্যক্রম পরিচালনা করেন। ফলে জরুরি প্রয়োজনে অফিসে ছুটে আসা কৃষকরা প্রায়ই তালাবদ্ধ দরজার সামনে দাঁড়িয়ে হতাশ হয়ে ফিরে যেতে বাধ্য হচ্ছেন।
কৃষকদের দাবি, সেচ কার্যক্রম, নলকূপ পরিদর্শন, জরুরি কাগজপত্র কিংবা পরামর্শ—কোনো কিছুই সময়মতো না পাওয়ায় তাদের নানামুখী হয়রানির শিকার হতে হচ্ছে।
বিষয়টি কেউ দেখছে না বলেও অভিযোগ তুলেছেন তারা।স্থানীয় সচেতন মহল দ্রুত এ বিষয়ে কর্তৃপক্ষের নজরদারি বাড়ানো এবং অফিস নিয়মিত খোলার ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।