দিনাজপুরে বেপরোয়া বাস চালনায় ৩ যাত্রীর মৃত্যু:র‌্যাব-১৩ অভিযানে বাসচালক গ্রেফতার

অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১৮ নভেম্বার ২০২৫ | সময়ঃ ০৭:৫২
photo

মোকছেদুল মমিন মোয়াজ্জেম,দিনাজপুর প্রতিবেদক:-দিনাজপুরে নাবিল পরিবহনের বেপরোয়া গতির কারণে সড়ক দুর্ঘটনায় ৩ যাত্রী মৃত্যুবরণ ও ২ জন গুরুতর আহত হওয়ার ঘটনায় দায়ের হওয়া মামলার প্রধান আসামি বাসচালক মোঃ হামিদুল ইসলাম (৪৫) কে গ্রেফতার করেছে র‌্যাব-১৩।

 

মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাদীর দায়েরকৃত মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৩ জুন রাত ১০টায় ভুক্তভোগী তামান্না আক্তার (২৫) পঞ্চগড় থেকে ঢাকা গামী নাবিল পরিবহনের বাস (নং ঢাকা-মেট্রো-ব-১৪-৭২৭৭) যোগে যাত্রা করেন। 

 

বাসটি দ্রুত ও বেপরোয়া গতিতে চলছিল। ১৪ জুন রাত ৩টা ১৫ মিনিটে দিনাজপুর-বগুড়া মহাসড়কের ঘোড়াঘাট থানাধীন নূরজাহানপুর মোড়ে পৌঁছালে বাসটি সামনে থাকা আমভর্তি মিনি ট্রাককে (নং ঢাকা-মেট্রো-ন-২০-৮২৩৩) সজোরে ধাক্কা দেয়।

 

এতে বাসটি উল্টে গিয়ে তামান্না আক্তারসহ ৩ যাত্রী ঘটনাস্থলেই মারা যান এবং আরও ২ জন গুরুতর আহত হন। নিহত তামান্নার পিতা মোঃ হাসেম আলী ঘোড়াঘাট থানায় মামলা দায়ের করেন (মামলা নং–১০/৭৮, তারিখ ১৪/০৬/২৫, ধারা ৯৮/১০৫, সড়ক পরিবহন আইন ২০১৮)।

 

মর্মান্তিক দুর্ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করে। বিষয়টি বিভিন্ন গণমাধ্যমেও গুরুত্বসহ প্রচারিত হয়। ঘটনার গুরুত্ব বিবেচনায় র‌্যাব ছায়াতদন্ত শুরু করে এবং আসামিকে গ্রেফতারের চেষ্টা চালায়।

 

গ্রেফতার এড়াতে আত্মগোপনে ছিলেন চালক
দুর্ঘটনার পর থেকেই বাসচালক হামিদুল ইসলাম আত্মগোপনে ছিলেন। র‌্যাব গোয়েন্দা নজরদারি বাড়িয়ে তার অবস্থান শনাক্ত করে।

 

১৭ নভেম্বর রাত ১টা ৪৫ মিনিটে র‌্যাব-১৩ এর সিপিসি-১ (দিনাজপুর) ও সিপিসি-২ (নীলফামারী) এর চৌকস দল যৌথ অভিযান পরিচালনা করে পঞ্চগড়ের বোদা উপজেলার সুতিপকরী গ্রামে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

 

গ্রেফতারকৃত চালককে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।র‌্যাব জানায়, সড়কে বেপরোয়া আচরণের মতো প্রতিটি সহিংস ঘটনা প্রতিরোধে র‌্যাবের সদস্যরা প্রতিজ্ঞাবদ্ধভাবে কাজ করে যাচ্ছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

শেয়ার করুন