বগুড়া শহর জামায়াতের দায়িত্বশীল সমাবেশ অনুষ্টিত

অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১৮ নভেম্বার ২০২৫ | সময়ঃ ০৩:০৪
photo

সোমবার সন্ধ্যায় বগুড়া শহর জামায়াতের দায়িত্বশীল সমাবেশ বগুড়া শহর জামায়াতের আমীর ও বগুড়া-৬ সদর আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।শহর সেক্রেটারী আকসুর সাবেক জিএস অধ্যাপক আ স ম আব্দুল মালেকের পরিচালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন সহকারী সেক্রেটারী অধাপক রফিকুল আলম,এ্যাডভোকেট আল আমিন, এ্যাডভোকেট রিয়াজ উদ্দিন, সেলিম রেজা,আজগর আলী, মাওলানা আব্দুল হামিদ বেগ, অধ্যাপক আব্দুস সালাম তুহিন, এ্যাডভোকেট শাহীন মিয়া, নিজাম উদ্দিন প্রমুখ।
 

অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল বলেন,কল্যাণ রাষ্ট্র আর দুর্নীতি মুক্ত নেতৃত্ব আসলে নতুন বাংলাদেশের যে স্বপ্ন দেশের মানুষ দেখছে সেটা পাওয়া সম্ভব।যারা কুরআনের আলোয় আলোকিত তারা কখনো ভিন্ন মতকে দমন করেনা।যারা ক্ষমতায় গিয়ে জনগনের উপর জুলুম নির্যাতন করেছে। যারা জামায়াতের নেতাকর্মীদের ফাঁসি দিয়েছে।জেলে ভরিয়েছে তারাই এখন উপযুক্ত বিচার মৃত্যুদন্ড দন্ডিত হয়েছে। পরে অনুষ্ঠানে ১৫ রুকনের শপথ অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন