ভুরুঙ্গামারীতে পুলিশের অভিযানে মাদকসহ মাদক ব্যবসায়ী নয়ন গ্রেফতার।

অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১৭ নভেম্বার ২০২৫ | সময়ঃ ০৬:৪২
photo

সাইফুর রহমান শামীম, কুড়িগ্রাম:-কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ইয়াবাসহ নয়ন মিয়া (৩১) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ । সোমবার( ১৭নভেম্বর)গ্রেফতারকৃতকে কুড়িগ্রাম জেলা আদালতে পাঠানো হয়েছে।
 

মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে রবিবার রাতে উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের ছোটখাটামারী গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত নয়ন মিয়া ওই একই গ্রামের জুলহাস উদ্দিনের পুত্র।
 

এ সময় তার কাছ থেকে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেট, ৫০ গ্রাম গাঁজা এবং ৪ প্যাকেট সিসা উদ্ধার করা হয়। ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ আল হেলাল মাহমুদ সাংবাদিকদের জানান,সহকারী পুলিশ সুপার (ভূরুঙ্গামারী সার্কেল),  মুনতাসির মামুন মুন এর নির্দেশে  গোপন  সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাকে মাদক সহ হাতেনাতে গ্রেফতার করে কুড়িগ্রাম জেলা আদালতে পাঠানো হয়েছে

শেয়ার করুন