“নো প্রমোশন নো ওয়ার্ক"কঠোর অবস্থানে শিক্ষা ক্যাডাররা”

অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১৭ নভেম্বার ২০২৫ | সময়ঃ ০৬:২৯
photo

আবু ইউসুফ নওগাঁ প্রতিনিধি :- পদোন্নতির দাবিতে নওগাঁর সরকারি কলেজগুলোর শিক্ষকরা কর্মবিরতি পালন করছেন। হঠাৎ করে শিক্ষকদের এই কর্মবিরতি পালনে বিপাকে পড়েছেন শিক্ষার্থীরা।

 

নওগাঁয় শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের ‘নো প্রমোশন নো ওয়ার্ক’ ¯েøাগানে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ১১ টায়  নওগাঁ  সরকারি কলেজের প্রশাসনিক ভবন চত্বরে এ কর্মসূচি পালন করেন বিসিএস শিক্ষা ক্যাডার সাধারণ পরিষদের শিক্ষকরা।

 

বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার প্রভাষক পরিষদ, নওগাঁ সরকারি কলেজ  নওগাঁ ইউনিটের আহŸায়ক মনোতোষ কুমার বলেন, বিধি মোতাবেক, অন্যান্য ক্যাডার  ৫ বছরে পদোন্নতি পেয়ে ষষ্ঠ -গ্রেডে উন্নীত হলেও বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা এখনো এন্ট্রিপদ ৯ম গ্রেডেই রয়েছ।   যেখানে প্রতি বছর পদোন্নতির জিও জারি হবার কথা  সেখানে গত দুই বছর ধরে প্রভাষকদের পদোন্নতির কোন জিও জারি হয় না। আমলাতান্ত্রিক সদিচ্ছার অভাব ও বিভিন্ন অজুহাতে - সময়ক্ষেপণের জন্য বারবার-শিক্ষা ক্যাডারের প্রভাষকবৃন্দ পদোন্নতির স্বাভাবিক সুযোগ সুবিধা -হতে বঞ্চিত হচ্ছে। এর ফলে পদোন্নতিযোগ্য প্রভাষকরা  আর্থিক, সামাজিক ও মানসিকভাবে চরম ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা অতিসত্বর পদোন্নতির সরকারি প্রজ্ঞাপন জারিসহ বৈষম্য নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ দাবি করছি।

 

বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার প্রভাষক পরিষদ, নওগাঁ সরকারি কলেজ  নওগাঁ ইউনিটের সদস্য মোঃ আবু বক্কর সিদ্দিক বলেন,  বিসিএস রিকুটমেন্ট রুলস  অনুযায়ী, পদোন্নতির নির্ধারিত যোগ্যতা অর্জনপূর্বক চাকুরি কাল পাঁচ বছর  অতিবাহিত হলেই পদোন্নতি পাবার কথা।কিন্তু বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ৩২,৩৩,৩৪,৩৫,৩৬,৩৭ ব্যাচের যোগ্য প্রভাষকবৃন্দ  পদোন্নতির সকল যোগ্যতা অর্জন  করেও ১৩,১২,১১,১০,৯,৮ বছর ধরে এখনো প্রথম পদোন্নতি পাননি। এমতাবস্থায়, প্রভাষকদের-পদোন্নতির এঙ (সরকারি আদেশ) অনতিবিলম্বে জারি-করবার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কর্তৃপক্ষকে সবিনয় অনুরোধ করছি।

 

শিক্ষকরা আরো বলেন, আমাদের সন্তান তুল্য শিক্ষার্থীদের ক্ষতি হোক আমরা এটা চাই না। আমরা ক্লাসে ফিরে যেতে চাই। দ্রæত আমাদের বিষয়ে জিও জারি করে আমাদের ক্লাসে ফিরে যেতে দিন।

 

এ কর্মসূচি থেকে যোগ্য শিক্ষকদের দ্রæত পদোন্নতির জন্য সরকারি প্রজ্ঞাপন জারির দাবি করা হয়। নতুবা ‘নো ওয়ার্ক কর্মসূচি’ চালিয়ে যাওয়ার হুঁশিয়ারী দেন তারা।

 

আবু ইউসুফ
নওগাঁ
 

শেয়ার করুন