অফিস ডেস্ক
মোকছেদুল মমিন মোয়াজ্জেম,দিনাজপুর প্রতিবেদক:-দিনাজপুরের বিরামপুর উপজেলায় বেসরকারি সংস্থা ল্যাম্ব এর কমিউনিটি হেলথ্ অ্যান্ড ডেভেলপমেন্ট প্রোগ্রাম (সিএইচডিপি) এর উদ্যোগে এবং ল্যাম্ব হেলথ্-ইউকে এর আর্থিক সহায়তায় পরিচালিত কমিউনিটি সেফটি শিল্ড
(সিএস-টু) প্রকল্পের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন ল্যাম্ব এর পাবলিক রিলেশনস্ অফিসার এনোস সরেন। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নুজহাত তাসনীম আওন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিএস-টু প্রকল্পের টেকনিক্যাল কো-অর্ডিনেটর নিরঞ্জন বর্মন।
কর্মশালায় উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. বিপুল কুমার চক্রবর্তী, কৃষি কর্মকর্তা কৃষিবিদ কমল কৃষ্ণ রায়, সমাজসেবা কর্মকর্তা আব্দুল আওয়াল, যুব উন্নয়ন কর্মকর্তা এনামুল হক চৌধুরী, শিক্ষা কর্মকর্তা (প্রাথমিক) রুনা লাইলা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শমসের আলী মন্ডল, মহিলা বিষয়ক কর্মকর্তা মোশাররত জাহান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা তাহিরুল ইসলাম বক্তব্য রাখেন।
এছাড়া কাটলা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ফাইমা বেগম, জোতবানী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সাজেদুর রহমান মিলন, প্রেসক্লাব আহবায়ক সাংবাদিক শাহ্ আলম মন্ডল, বিওয়াইএফসি'র প্রোগ্রাম ম্যানেজার সম্রাট ব্যাপারি, ল্যাম্ব এর লিয়াজোঁ ম্যানেজার মাহাতাব উদ্দিন লিটন, প্রকল্প ব্যবস্থাপক বিলাস পৌল তিগ্যাসহ আরও অনেকে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন।
সরকারি-বেসরকারি সংস্থা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, কমিউনিটি ও ধর্মীয় নেতাদের অংশগ্রহণে কর্মশালাটি প্রাণবন্ত হয়ে ওঠে।
বক্তারা মানবপাচার প্রতিরোধ, মানসিক স্বাস্থ্য উন্নয়ন, যৌন ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।কর্মশালায় এসব বিষয়ে অংশগ্রহণকারীদের সচেতনতা বৃদ্ধির পাশাপাশি কমিউনিটিতে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।