দিনাজপুরে শীতের চাপ বাড়ছে

অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১৭ নভেম্বার ২০২৫ | সময়ঃ ০৫:১০
photo

মোকছেদুল মমিন মোয়াজ্জেম,দিনাজপুর প্রতিবেদক:-উত্তরাঞ্চলে শীতের অনুভূতি আরও স্পষ্ট হয়ে উঠেছে। আজ সোমবার (১৭ নভেম্বর ২০২৫) দিনাজপুরে চূড়ান্ত সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৬.২ ডিগ্রি সেলসিয়াস। শীত বাড়ার সঙ্গে সঙ্গে জেলার সাধারণ মানুষের চলাচলে এসেছে ধীরতা, বিশেষ করে সকাল-বিকেলে বাড়ছে ঠান্ডার দাপট।

 

এদিকে আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেতুলিয়ায়, যা ১৪.৬ ডিগ্রি সেলসিয়াস। ফলে দেশের সর্বউত্তরের জেলা তেঁতুলিয়াতেই শীতের তীব্রতা সবচেয়ে বেশি অনুভূত হচ্ছে।

 

দিনাজপুর জেলা আবহাওয়া অফিসের ইনচার্জ তোফাজ্জল হোসেন জানান, উত্তর দিক থেকে ধীরে ধীরে ঠান্ডা বাতাস প্রবাহিত হওয়ায় শীতের প্রকোপ বাড়ছে। আগামী কয়েকদিন তাপমাত্রা আরও কমতে পারে বলেও তিনি জানান।
 

শেয়ার করুন