অফিস ডেস্ক
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ (সদর)আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে।১৯নং ওয়ার্ড তৃণমূল দলের উদ্যোগে শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় মানিকচক বাজার ও মাজার গেট এলাকায় এ গণসংযোগ করা হয়।
জাতীয়তাবাদী তৃণমূল দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও বগুড়া জেলা কমিটির সভাপতি আব্দুল বারী’র নেতৃত্বে গণসংযোগে উপস্থিত ছিলেন সংগঠনের জেলার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুদ মোল্লা, সহ-সভাপতি বাদশা প্রামানিক, তৃণমূল দল ১৯নং ওয়ার্ডের সভাপতি আব্দুল গণি, সাধারণ সম্পাদক কামরুজ্জামান, সিনিয়র সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেন, সহ-সাধারণ সম্পাদক শাহিন, সাংগঠনিক সম্পাদক আরিফ প্রমানিক, আশিকুর, সহ-সাংগঠনিক সম্পাদক রাসেল, সিরাজুল, দপ্তর সম্পাদক মোঃ আনিস, ১নং ওয়ার্ডের সভাপতি মোঃ ইমরান মোল্লা।
গণংযোগকালে তারা বলেন, আগামী নির্বাচনে সারা দেশের মধ্যে সর্বোচ্চ ভোট দিয়ে খালেদা জিয়া ও তারেক রহমানকে বগুড়াবাসী নির্বাচিত করবে।আমরা আশা করছি, বগুড়া-৬ আসন থেকে নির্বাচিত হয়ে তারেক রহমান বাংলাদেশের নেতৃত্ব দেবেন এবং প্রধানমন্ত্রী হবেন। তারা আরো বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় এবার ধানের শীষের প্রার্থীকে জয়ী করতে হবে। এই নির্বাচন জনগণের অধিকার ফিরিয়ে আনার নির্বাচন।