দিনাজপুরে শীতের অনুভূতি বাড়ছে, তাপমাত্রা নেমেছে ১৬.২ ডিগ্রি সেলসিয়াসে

অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১৫ নভেম্বার ২০২৫ | সময়ঃ ০৯:৩০
photo

মোকছেদুল মমিন মোয়াজ্জেম,দিনাজপুর প্রতিবেদক:-উত্তরাঞ্চলে শীতের প্রভাব ধীরে ধীরে বাড়তে শুরু করেছে।শনিবার (১৫ নভেম্বর) দিনাজপুরে চূড়ান্ত সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬.২ ডিগ্রি সেলসিয়াস। হালকা ঠান্ডা বাতাসের সঙ্গে কুয়াশার উপস্থিতি অনুভূত হচ্ছে সকাল থেকেই।

 

এদিকে, দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, আজ সর্বনিম্ন তাপমাত্রা নেমে আসে ১৪.০ ডিগ্রি সেলসিয়াসে।

 

দিনাজপুর জেলা আবহাওয়া অফিসের ইনচার্জ তোফাজ্জল হোসেন জানান, উত্তর দিক থেকে ঠান্ডা বাতাস প্রবাহিত হওয়ায় তাপমাত্রা ধীরে ধীরে কমছে। শীত আরও জেঁকে বসতে পারে বলেও তিনি জানান।

 

তিনি বলেন, দিনাজপুরে শীত ধীরে ধীরে সক্রিয় হচ্ছে। আগামী কয়েকদিনের মধ্যে তাপমাত্রা আরও কমতে পারে। সকালের কুয়াশা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনাও রয়েছে।

 

শীতের আগমনী বার্তা পেয়ে সাধারণ মানুষ মফস্বল ও শহরাঞ্চলে সকালে বাড়তি উষ্ণতার জন্য শীতবস্ত্র ব্যবহার শুরু করেছে।

 

শেয়ার করুন