বগুড়ায় মরহুম ব্যবসায়ী রেজাউল  বারী ঈসার স্মরণ সভা অনুষ্ঠিত

অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১৫ নভেম্বার ২০২৫ | সময়ঃ ০৭:৪৬
photo

এসএম সিরাজ,বগুড়া:- জলেশ্বরীতলা ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মরহুম রেজাউল বারী ঈসার স্মরণ সভায় অনুষ্ঠিত হয়েছে।

 

১৫ নভেম্বর শনিবার বেলা সাড়ে ১২টায় বগুড়া শহরের জলেশ্বরীতলা ব্যবসায়ী কল্যাণ সমিতির আয়োজনে সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আলী এখতিয়ার তাজুর সভাপতিত্বে স্মরণ সভায় বক্তব্য রাখেন জলেশ্বরীতলা ব্যবসায়ী কল্যাণ সমিতির উপদেষ্টা ও দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক।

 

অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন বগুড়া পৌরসভার সাবেক মেয়র এড একেএম মাহবুবর রহমান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহীদ উন নবী সলাম, কেএম খায়রুল বাশার, যুগ্ম সম্পাদক শেখ তাহাউদ্দিন নাহিন, বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, বিএমএ বগুড়ার আহবায়ক ডা. আসফারুল হাবিব রোজ, বিয়েল এস্টেট সমিতির সভাপতি সাইরুল ইসলাম, বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ, ডা. মামুনুর রশিদ মিঠু, জেলা ছাত্রদরের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান, বিয়েল এস্টেট সমিতির সাধারণ সম্পাদক রাজেদুর রহমান রাজু, ইমতিয়াজ আহমেদ, এনামুল হক রাজু, জিয়াউর হক জিয়া, মন্তেজার রহমান আনজু, সাইফুল ইসলাম প্রমুখ। 
 

স্মরণ সভায় মরহুম রেজাউল বারী ঈসারা স্মরণে জলেশ্বরীতলায় একটি সড়কে নামকরণ করার প্রস্তার করেন বক্তারা।

 

সভায় বক্তারা বলেন, ব্যবসায়ী অঙ্গনে সফল মানুষ ছিলেন ঈসা। বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জাড়িত থেকে গরীব, আসহায় মানুষকে প্রতিনিয়ত সহযোগীতা করেছেন। সমাজে রেজাউল বারী ঈসার মত মানুষের প্রয়োজন আছে। মরহুম রেজাউল বারী ঈসার স্মরণে একটি ফাউন্ডেশন করার ইচ্ছা প্রকাশ করেন উপস্থিত ব্যবসায়ী নেতৃবৃন্দ।
 

সভায় বক্তারা আরো বলেন, খেলা পড়ার পাশাপাশি ব্যস্ততম ব্যবসায়ী এলাকা জলেশ্বরীতলাকে নিরাপদ রাখতে সবসময় জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সবসময় পরামর্শ করেছেন ঈসা।
 

ব্যাবসাীয় রেজাউল বারী ঈসা এবং বগুড়া জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও  বগুড়া মুদ্রণ সমিতির সাবেক সভাপতি মরহুম বীর মুক্তিযোদ্ধা মঞ্জুরুল হক মঞ্জুর আত্মার মাগফেরাত কামনা করা হয় স্মরণ সভা থেকে। 
 

স্মরণ সভায় জলেশ্বরীতলা ব্যবসায়ী কল্যাণ সমিতির সকল নেতৃবৃন্দসহ বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসাীয় প্রতিনিধি, ক্রিকেট ও ফুটবল ক্লাবের সংগঠক উপস্থিত ছিলেন। 
 

সভায় শুরুতে পবিত্র করআন তেলাওয়াত ও এক মিনিট নীবরতা পালন করা হয়।


 

 

শেয়ার করুন