বগুড়ায় বিআরটিসি শপিং কমপ্লেক্স ব্যবসায়ী মালিক সমিতি নির্বাচন অনুষ্ঠিত।

অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১৫ নভেম্বার ২০২৫ | সময়ঃ ০২:২৬
photo

স্টাফ রিপোর্টারঃ- বগুড়ায় বিআরটিসি শপিং কমপ্লেক্স ব্যবসায়ী মালিক সমিতি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। 

 

গত বৃহস্পতিবার সকালে বিআরটিসি শপিং কমপ্লেক্স শপিং কমপ্লেক্স প্রাঙ্গনে সকাল ১০ থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা বিরতীহীনভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়। ১৪টি পদের বিপরীতে ২৮ জন প্রার্থী প্রতিন্দন্ধীতা করে। মোট ৩৬৭ জন ভোটারের মধ্যে ৩৬২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। 

 

পরে রাত সোয়া ১১টায় বগুড়ায় বিআরটিসি শপিং কমপ্লেক্স ব্যবসায়ী মালিক সমিতি নির্বাচন কমিশনার এ্যাড. আব্দুল মাসুদ হান্নান চুড়রান্তভাবে বিআরটিসি শপিং কমপ্লেক্স ব্যবসায়ী মালিক সমিতি নির্বাচনের ফলাফল ঘোষনা করে। 

 

সভাপতি পদে আছাদুল হক কাজল ছাতা প্রতীক ১৯১ ও সাধারণ সম্পাদক পদে তোফাজ্জল হোসেন আকরাম উড়োজাহাজ ২৩৪ ভোট পেয়ে পুনরায় নির্বাচিত হন। 

 

এছাড়া সংগঠনের সহ-সভাপতি পদে রবিউল ইসলাম পারভেজ প্রতীক হারিকেন ১৯৪, মোফাজ্জল হোসেন সরকার প্রতীক ডাব ১৭৫ ভোট পেয়ে নির্বাচিত হন। যুগ্ম সাধারন সম্পাদক পদে রুবেল শেখ প্রতীক শাপলা ফুল ১৭৭ ভোট পেয়ে নির্বাচিত হন। সাংগঠনিক সম্পাদক পদে তৌহিদুর রহমান সাজু প্রতীক দোয়াত কলম ২৩৭ ভোট পেয়ে নির্বাচিত হন। 

 

অর্থ সম্পাদক পদে সৈয়দ নুরুল ইসলাম নয়ন প্রতীক আম ১৭৯ ভোট পেয়ে নির্বাচিত হন। দপ্তর সম্পাদক পদে শহিদুল ইসলাম পতীক মোড়ক ১৮৭ ভোট পেয়ে নির্বাচত হন। প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মিনহাজুল ইসলাম মুন্নাহ প্রতীক মাছ ২৪৩ ভোট পেয়ে নির্বাচিত হন। ধর্মীয় সম্পাদক আহসান হাবিব প্রতীক মিনার ১৮৫ ভোট পেয়ে নির্বাচিত হন। 

 

ক্রীড়া ও সাংষ্কৃতিক সম্পাদক পদে গোলাম রব্বানী প্রতীক ফুটবল ১৮৮ ভোট পেয়ে নির্বাচিত হন।

 

কার্যনির্বাহী সদস্য পদে সুমন সরকার প্রতীক মোবাইল ২২৭, আব্দুল আলিম প্রতীক জগ ২০৩, তৌহিদুল ইসলাম প্রতীক দোয়েল পাখি ১৭৮, মানিক আকন্দ প্রতীক টিয়া পাখি ১৭১ ভোট পেয়ে নির্বাচিত হন।

 

 

শেয়ার করুন