আদমদীঘিতে বিকেন্দ্রীকৃত পরিবীক্ষণ,পরিদর্শন ও মূল্যায়ন পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১৪ নভেম্বার ২০২৫ | সময়ঃ ০৪:১১
photo

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:-বগুড়ার আদমদীঘি উপজেলায় বিকেন্দ্রীকৃত পরিবীক্ষণ,পরিদর্শন ও মূল্যায়ন (ডিএমআইই) পদ্ধতি বিষয়ক একদিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলা পরিষদ সভা কক্ষে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে আদমদীঘি উপজেলা প্রশাসন।
 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাসুমা বেগম। এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানা, জেলা ম্যানেজার আহসান হাবীব নয়ন, উপজেলা সমন্বয়কারী নাজনীন আক্তার নীনা প্রমুখ।
 

প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান, ইউপি প্রশাসনিক কর্মকর্তা, এবং হিসাব সহকারী-কাম-কম্পিউটার অপারেটররা অংশ গ্রহণ করেন।

শেয়ার করুন