জামায়াত নেতা ইন্তেকালে বগুড়া শহর শাখার শোক

অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১৪ নভেম্বার ২০২৫ | সময়ঃ ০৪:০০
photo


বগুড়া সদরের শেখেরকোলা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোস্তাফিজার রহমান মুকুলের পিতা শেখেরকোলা ইউনিয়নের সাবেক ২ বারের সফল ইউপি সদস্য জামায়াত নেতা জয়নাল আবেদীন (৮৮) বৃহস্পতিবার সকালে বগুড়ার একটি ক্লিনিকে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তিনি ৪ ছেলে ২ মেয়ে রেখে গেছেন। বাদ আসর ভান্ডার পাইকা বোর্ডের বাজার ঈদগাহ মাঠে নামাজে জানাযা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। জানাযায় ইমামতি করেন বগুড়া শহর আমীর অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল। জানাযা পূর্ব এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন আমরা সবাই দুনিয়া থেকে এভাবেই বিদায় নিবো। দুনিয়াতে শান্তি আখিরাতে মুক্তির জন্য সবাই কে ইসলামের বিধান মেনে চলতে হবে। মরহুমের ইন্তেকালে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন বগুড়া শহর আমির ও বগুড়া-৬ আসনের এমপি পদপ্রার্থী অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল এবং শহর সেক্রেটারি আ.স.ম আব্দুল মালেক। শোক বার্তায় নেতৃবৃন্দ সকল গুনাহ মাফ করে মহান আল্লাহ যেন মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এই কামনা করেন।
ক্যাপশন: বগুড়া শহর আমির ও বগুড়া-৬ আসনের এমপি পদপ্রার্থী অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল বৃহস্পতিবার বাদ আসর শেখেরকোলা ভান্ডার পাইকা বোর্ডের বাজার ঈদগাহ মাঠে জামায়াত নেতা জয়নাল আবেদীনের নামাজে জানাযায় বক্তব্য রাখেন।
                          
                            আজ বগুড়ায় জামায়াতের
                                 বিক্ষোভ মিছিল
বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার উদ্যোগে আজ শুক্রবার বিকেল সাড়ে ৩ টায় খোকন পার্কে হতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গন ভোটের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। বগুড়া শহর জামায়াতের প্রচার সেক্রেটারী অধ্যক্ষ ইকবাল হোসেন বিক্ষোভ সমাবেশ সফল করার জন্য বগুড়া বাসীর প্রতি আহবান জানিয়েছেন।

শেয়ার করুন