অফিস ডেস্ক
প্রেস বিজ্ঞপ্তি;-বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-সিপিবি(এম) কেন্দ্রীয় কমিটির সভাপতি কমরেড এম এ সামাদ ও সাধারণ সম্পাদক কমরেড সাহিদুর রহমান পত্রিকায় পাঠানো এক বিবৃতিতে বলেন, আজ ১৩ নভেম্বর '২৫ প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে প্রদত্ত ভাষণে যে বক্তব্য দিয়েছেন এটা জাতির সাথে প্রতারনা, তাতে সৃষ্ট সংকট থেকে উত্তরণে কোন দিক নির্দেশনা নেই। তাঁর বক্তব্য ঐকমত্য কমিশনের গত ২৮ অক্টোবর '২৫ প্রদত্ত পক্ষপাতমূলক প্রস্তাবনার পুনরাবৃত্তি মাত্র। প্রধান উপদেষ্টা জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একত্রে করার যে প্রস্তাবনা দিয়েছেন তা শুধু অসাংবিধানিক নয়, অবাস্তবও বটে। কারণ, অনেকগুলো বিষয় নিয়ে হ্যাঁ-না ভোটের মাধ্যমে মতামত গ্রহণ করা একটি অবাস্তব প্রস্তাব।এর মধ্যদিয়ে ভোটারদের মতামত সংগঠন করা অসম্ভব, যা ভোটারদের সাথে একধরনের প্রতারণা। তাছাড়া দেশের জনগনের ৯০ ভাগই এই জটিল সমিকরন বুঝে না তারা ভোট দিবে কিভাবে?
উপদেষ্ঠার বক্তব্য মনে হয় সাম্রাজ্যবাদী প্রভুদের উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্য কাজ কাজ করছে, এই বিদ্যমান পরিস্থিতিতে গণভোটের প্রস্তাব অপ্রয়োজনীয়। উচ্চকক্ষের প্রস্তাবনাও অপ্রয়োজনীয়। এর মধ্যদিয়ে শুধু আর্থিক ব্যয় বাড়বে না, সরকার পরিচালনায় সংকট তৈরির ঝুঁকিও রয়েছে। আর সংবিধান সংক্রান্ত যেকোনো সিদ্ধান্ত নেওয়ার একমাত্র অধিকার সার্বভৌম সংসদের। দেশের সংসদ কে অপমানিত করা হয়েছে।
নেতৃদ্বয় আরও বলেন, সরকার চট্টগ্রামের পতেঙ্গার লালদিয়ায় কনটেইনার টার্মিনাল নির্মাণ ও পরিচালনার জন্য ডেনমার্কের প্রতিষ্ঠান এপিএম-এর সাথে ৩০ বছরের জন্য লিজ দেওয়ার যে উদ্যোগ নিয়েছেন তা শুধু জাতীয় স্বার্থ বিরোধী নয়, এই সরকারের এক্তিয়ার বহির্ভূত। দেশের স্বার্থ বিরোধী কাজ।
নেতৃদ্বয় বিবৃতিতে অবিলম্বে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা এবং অবাধ ও সুষ্ঠু জাতীয় সংসদ নির্বাচনের জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান এবং জনগনকে সতর্ক থাকার আহবান জানিয়ে বলেন দেশ নিয়ে কোন ষড়যন্ত্র হলে বরদাস্ত করা হবে না।
বার্তা প্রেরক।কমরেড তারেক ইসলাম বিডি সদস্য, কেন্দ্রীয় কমিটি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)