আওয়ামী লীগের লকডাউন প্রতিহত করতে শরিফপুরে বিএনপির বিক্ষোভ কর্মসূচি।
অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ:
১৪ নভেম্বার ২০২৫ | সময়ঃ ০৩:১১
শাহ আলী বাচ্চু স্টাফ রিপোর্টার জামালপুর:- ফ্যাসিস্ট আওয়ামী লীগের ডাকা সারাদেশ ব্যাপী লকডাউনের প্রতিহত করতে জামালপুর সদর উপজেলা শরিফপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শরিফপুর ইউনিয়ন বিএনপি ও তার অঙ্গসংগঠন বৃহস্পতিবার বিকেলে শরিফপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে শরিফপুর বাজারে গিয়ে সমাবেশে রূপ নেয়।সমাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমান হামিদী ।
সমাবেশে বক্তব্য রাখেন,ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বকুল, সাংগঠনিক সম্পাদক ডাঃজুনায়েদ হোসেন,সিনিয়র সহ-সভাপতি সুজাউদ্দৌলা চিস্তি ,সহ-সভাপতি মোস্তফা কামাল দুলাল,যুগ্ম সাধারণ সম্পাদক হারুনুর রশিদ হারুন-যুবদলের সভাপতি মেহেদী হাসান কনক,সাধারণ সম্পাদক নূর ইসলাম, শ্রমিক দলের সভাপতি আব্দুল্লা আল মামুন ফকির,সাধারণ সম্পাদক মানিক উদ্দিন,ইউনিয়ন তাঁতী দলের সভাপতি বুলবুল আহমেদ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সোহেল খান প্রমুখ।
বক্তারা
বলেন, আমার সোনার বাংলায় স্বৈরাচারের ঠাঁই নাই। দীর্ঘ সতের বছর এই স্বৈরাচারী হাসিনা বিএনপির নেতাকর্মীদের উপরে মিথ্যা মামলা দিয়ে হয়রানি মূলক জেল জুলুম নির্যাতন করেছে । আওয়ামী লীগের লক্ ডাউনকে প্রতিহত করার জন্য বিএনপির আজকের বিক্ষোভ মিছিল ।
তাই অন্যায় ও জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছি। গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষা শেষ পর্যন্ত লড়াই করে যাব কথা ব্যক্ত করেন। সমাবেশে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।