পলাশবাড়ী(গাইবান্ধা) সংবাদদাতাঃ-গাইবান্ধার পলাশবাড়ীতে আওয়ামী লীগের ডাকা দেশব্যাপী অবরোধ কর্মসূচির বিরুদ্ধে অবস্থান ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বৃহস্পতিবার (১৩ নভেম্ব সকাল ৯টার দিকে পলাশবাড়ী উপজেলা চৌমাথা মোড়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে জামায়াত নেতাকর্মীরা অবরোধ কর্মসূচিকে ‘অযৌক্তিক ও জনবিরোধী’ বলে অভিহিত করে এর প্রতিবাদ জানান।
আওয়ামী লীগের অবরোধ কর্মসূচির মোকাবিলায় বুধবার (১২ নভেম্বর)মধ্যরাত থেকেই পলাশবাড়ী উপজেলা জামায়াতের নেতাকর্মীরা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নেন। শহর ও আশপাশের এলাকায় যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগ’-এর ‘সন্ত্রাসী কার্যকলাপ’ প্রতিহত করা যায়— সে লক্ষ্যে তাঁরা সতর্ক অবস্থান নেন।