কিশোর গ্যাংক আবদুল বাতেনের হুমকিতে নিরাপত্তাহীনতায় ভুগছে সাংবাদিক শামীম

অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১৪ নভেম্বার ২০২৫ | সময়ঃ ০২:৪১
photo

কুড়িগ্রাম  প্রতিনিধি:- জমিজমা সংক্রান্ত বিষয়ে আদালতে ১৪৪ ধারা জারি থাকা অবস্থায় বিবাদী গ্রুপের ইন্ধনে কিশোর গ্যাংকের নেশাগ্রস্ত ২/৩ জন  প্রায় সময় বাদি সাংবাদিক সাইফুর রহমান শামীমের বাসার সামনের সড়ক থেকে গালিগালাজ অব্যাহত রেখেছে।এরই  ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকাল ৭ টার দিকে কিশোর গ্যাংকের  মুলহোতা মুসার ছেলে আবদুল বাতেন অজ্ঞাত ২ জনকে নিয়ে সাংবাদিকের বাসায় সামনে এসে বাসা পুড়িয়ে দেয়ার হুমকি,বাসা থেকে বের হলে পা কেটে দেয়ার হুমকি সহ চিৎকার করে নানাভাবে ভয়ভিতি প্রদর্শন করে।

 

নিরুপায় হয়ে সাংবাদিক শামীম তাৎক্ষণিকভাবে কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ কে  মোবাইল ফোনে অবগত করলে অফিসার ইনচার্জ সঙ্গে সঙ্গে পুলিশের টিমকে পাঠালে ঘটনাস্থলে এসে পুলিশ অভিযুক্তকে সতর্ক করে চলে যান।

 

বাদী সাইফুর রহমান শামীম জানান আদালতে চলমান ১৪৪ ধারায় মামলা থাকার পরেও বিবাদী হয়রানি করতে থানায় মিথ্যা হয়রানিমূলক অভিযোগ বুধবার (১২ সেপ্টেম্বর)) ২০২৫ ইং  করে আমার বাসায় পুলিশ পাঠিয়ে ক্ষান্ত হননি পরের দিন সকালে নেশাগ্রস্ত কিশোর গ্যাংকের মুল হোতা আব্দুল বাতেনের নেতৃত্বে আমার বাসার সামনে তাণ্ডব ঘুটানো রহস্যময়।এই অবস্থায় আমি সহ আমারপরিবার এখন নিরাপত্তাহীনতায় ভুগছে। 

শেয়ার করুন