অফিস ডেস্ক
আবু ইউসুফ নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দায় বিএনপির মনোনয়ন নিয়ে চলছে অস্বস্তি ও বিভাজন। কেন্দ্রীয় ঘোষণায় এক প্রার্থীর নাম এলেও মাঠে সরব তৃণমূলের নেতাকর্মীরা। তারা বলছেন, “যিনি দুঃসময়ে পাশে ছিলেন, তাকেই প্রার্থী চাই।”
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে উপজেলার ফেরিঘাট বাসস্ট্যান্ড এলাকায় নওগাঁ-রাজশাহী মহাসড়কের পাশে অনুষ্ঠিত হয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিশাল মানববন্ধন ও বিক্ষোভ।
এতে উপজেলার ১৪ ইউনিয়নের নেতাকর্মীরা অংশ নেন।সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা অভিযোগ করেন, নওগাঁ-৪ (মান্দা) আসনের তৃণমূল নেতাকর্মীদের মতামত উপেক্ষা করে কেন্দ্রীয়ভাবে প্রার্থী ঘোষণা করা হয়েছে।
বক্তারা সতর্ক করে বলেন, “দলের পরিশ্রমী, ত্যাগী ও নির্যাতিত নেতাদের বঞ্চিত করে অন্য কাউকে প্রার্থী করা হলে তা দলের জন্য আত্মঘাতী হবে।” একই সাথে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও মান্দা উপজেলা বিএনপির সভাপতি এম এ মতীনকেই ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে ঘোষণা দিতে হবে।
এর আগে ৪, ৯ ও ১০ নভেম্বর উপজেলার বিভিন্ন স্থানে একই দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ হয়। প্রতিবারই কর্মসূচিতে অংশ নেন ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদল ও ছাত্রদলের নেতাকর্মীরা। তৃণমূল নেতাকর্মীদের দাবি, “এই আন্দোলন কোনো ব্যক্তির জন্য নয়, দলের অস্তিত্ব রক্ষার লড়াই।