সাদুল্লাপুরের দামোদরপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১৩ নভেম্বার ২০২৫ | সময়ঃ ০২:৪২
photo

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার দামোদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ, ইউপি-১ শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
 

মঙ্গলবার (১১ নভেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে এই প্রজ্ঞাপনটি জারি করেন ওই শাখার উপসচিব মো. নুরে আলম।প্রজ্ঞাপনে বলা হয়, সাদুল্লাপুর উপজেলার দামোদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম (নিবন্ধক) ইউজার আইডি ও পাসওয়ার্ড অবৈধভাবে হস্তান্তরপূর্বক আইনবহির্ভূত কার্যক্রম গ্রহণের কারণে বিডিআরআইএস সিস্টেমের নিরাপত্তা বিঘ্নিত করেছেন। জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে উল্লিখিত অভিযোগে তার দ্বারা ইউনিয়ন পরিষদের ক্ষমতা প্রয়োগ প্রশাসনিক দৃষ্টিকোণ থেকে আইনবহির্ভূত। সেহেতু, দামোদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম (নিবন্ধক) কর্তৃক সংঘটিত অপরাধমূলক কার্যক্রম ইউনিয়ন পরিষদসহ জনস্বার্থের পরিপন্থী বিবেচিত হওয়ায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ৩৪(৪) (খ) ও (ঘ) ধারা অনুযায়ী উল্লিখিত চেয়ারম্যানকে স্বীয় পদ থেকে সাময়িক বরখাস্ত করা হলো। এ আদেশ যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে জারি করা হলো এবং তা অবিলম্বে কার্যকর হবে।

 

এ বিষয়ে দামোদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের মোবাইফোনে যোগাযোগ করা হলে তিনি ফোনটি রিসিভ করেননি।উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আবু সালেহ মো. সালাউদ্দিন বলেন, এর আগে ওই ইউপির জন্ম-মৃত্যু নিবন্ধক জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে নিবন্ধন সংক্রান্ত অভিযোগ ওঠে। তারপর থেকে নিবন্ধক হিসেবে আমিই দায়িত্ব পালন করছি।

 

সাদুল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কাজী অনিক ইসলাম বলেন, ইতোপূর্বে দামোদরপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে পরিষদে জন্ম-মৃত্যু নিবন্ধন বিষয়ে অভিযোগ পাওয়া গেছে। সেটির তদন্ত প্রতিবেদন ডিসি স্যারকে দেওয়া হয়েছে। তবে ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে কিনা, এ ব্যাপারে আমার কাছে কোনো তথ্য নেই।

 

শেয়ার করুন