অফিস ডেস্ক
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ-গাইবান্ধার সুন্দরগঞ্জে জাতীয়তাবাদী মহিলা দলের উপজেলা কমিটির সভাপতি মোছা. বিউটি বেগমকে অব্যাহতি দেওয়া হয়েছে।দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অপরাধে এ সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি। সেই সঙ্গে স্থগিত করা হয়েছে বর্তমান কমিটি।
বুধবার (১২ নভেম্বর) জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি ফরিদা ইয়াছমিন শোভা ও সাধারণ সম্পাদক মৌসুমী বেগম তমা স্বাক্ষরিত এক চিঠিতে এ বিষয়টি নিশ্চিত করা হয়েছে।ওই চিঠিতে বলা হয়েছে, সংগঠনের আদর্শ ও শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত হওয়ায় বিউটি বেগমকে জাতীয়তাবাদী মহিলা দলের প্রাথমিক সদস্য পদসহ সব স্তরের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।একইসাথে উপজেলা মহিলা দলের বর্তমান কমিটি স্থগিত করা হলো।চিঠিতে আরও উল্লেখ করা হয়, সংগঠনের ভাবমূর্তি রক্ষা ও শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভবিষ্যতে দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধেও একইভাবে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয় ওই চিঠিতে।