অফিস ডেস্ক
পলাশবাড়ী(গাইবান্ধা)প্রতিনিধিঃ-গাইবান্ধার পলাশবাড়ীতে চলমান ‘ডেভিল হান্ট’ অভিযানের অংশ হিসেবে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ভোটবাবু (৫৮)কে গ্রেফতার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার (১২ নভেম্বর ২০২৫) সন্ধ্যায় পৌর শহরের ইসলামী ব্যাংক পলাশবাড়ী শাখার সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ভুট্ট।
ওসি জানান,গ্রেফতারকৃত জাহাঙ্গীর আলম ভোটবাবু পূর্বের এক মামলার সংযুক্ত আসামী। তিনি পৌর শহরের উদয়সাগর গ্রামের মৃত মোফাজ্জল হোসেনের ছেলে।
ওসি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ‘ডেভিল হান্ট’ অভিযানের ধারাবাহিক অংশ হিসেবে এ অভিযান অব্যাহত থাকবে।