বিজয়নগর উপজেলা গ্রামীণ ব্যাংক ভয়াবহ অগ্নিসংযোগ

অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১২ নভেম্বার ২০২৫ | সময়ঃ ০৭:৩৫
photo

রাকিবুর রহমান রকিব,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি:-ব্রাহ্মণবাড়িয়া জেলা বিজয়নগর উপজেলা চান্দুরা গ্রামীণ ব্যাংকের একটি শাখায় দুর্বৃত্তরা পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছে মঙ্গলবার দিবাগত রাতে ১২ নভেম্বর রাত দুইটার দিকে চান্দুরা বাজার এলাকায় অবস্থিত গ্রামীণ ব্যাংকের শাখায় এ ঘটনায় আসবাবপত্রসহ গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে গেছে। তবে সৌভাগ্যক্রমে টাকার ভল্টের কোনো ক্ষতি হয়নি।

 

 ব্রাঞ্চের ম্যানেজার মো. কলিম উদ্দিন জানান, রাতের কোনো একসময় অজ্ঞাত দুর্বৃত্তরা বাইরে থেকে পেট্রল ঢেলে আগুন লাগিয়ে দেয়। নাইটগার্ড বিষয়টি টের পেয়ে দ্রুত ব্যাংক কর্মকর্তাদের খবর দেন। পরে স্থানীয়রা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করেন।

 

খবর পেয়ে বিজয়নগর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই ব্যাংকের কাঠের আসবাবপত্র, ফাইল, কাগজপত্রসহ ভেতরের বেশ কিছু অংশ পুড়ে যায়। ম্যানেজার কলিম উদ্দিন বলেন, এ ঘটনায় টাকার ভল্ট সম্পূর্ণ নিরাপদ রয়েছে। তবে অফিসের ভেতরের বেশ কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র ও আসবাবপত্র পুড়ে নষ্ট হয়েছে। বিষয়টি থানায় লিখিতভাবে জানানো হবে।
 

স্থানীয় প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করেছে। কে বা কারা এই অগ্নিসংযোগের সঙ্গে জড়িত তা এখনও জানা যায়নি। পুলিশ ঘটনাটি তদন্ত করছে বলে জানিয়েছেন বিজয়নগর থানা অফিসার ইনচার্জ মো: শহিদুল ইসলাম। 

শেয়ার করুন