গাইবান্ধায় চোরাই প্রাইভেটকারসহ ৩ চোর গ্রেফতার

অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১১ নভেম্বার ২০২৫ | সময়ঃ ১১:৪১
photo

পলাশবাড়ী (গাইবান্ধায়)প্রতিনিধি :-গাইবান্ধায় চোরাই প্রাইভেটকারসহ তিন চোরকে গ্রেফতার করেছে পুলিশ। 

 

এ সময় মোবাইল ফোন ও নগদ টাকাও জব্দ করা হয়েছে।

 

মঙ্গলবার (১১ নভেম্বর) জেলার জিরো পয়েন্ট গোলচত্বর এলাকায় এই অভিযান পরিচালনা করে থানা পুলিশ।

 

গ্রেফতার ব্যক্তিরা হলেন- শেরপুর জেলার হোসেনপুর উপজেলার বিলাতীপুর গ্রামের মতিউর রহমানের ছেলে রাজু মিয়া (২৮), ময়মনসিংহের নান্দাইল উপজেলার খইদা গ্রামের আব্দুল মজিদ মিয়ার ছেলে ফারুক মিয়া (৩৫) ও বগুড়ার কালাই ঘনপাড়া গ্রামের ইয়াসিন আলীর ছেলে মতিউর রহমান (৩৫)। এ বিষয়ে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুল ইসলাম তালুকদার বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে গোলচত্বর এলাকায় এসআই রুবেল মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন।

 

 এ সময় গ্রেফতার ব্যক্তিদের কাছ থেকে একটি প্রাইভেট কার, চারটি মোবাইল ফোন ও নগদ ৫৯ হাজার টাকা জব্দসহ তাদের গ্রেফতার করা হয়। ইতোপূর্বে এ কারটি গাইবান্ধা থেকে চুরি যাওয়ার অভিযোগ রয়েছে বলেও জানান এ কর্মকর্তা।

শেয়ার করুন