পলাশবাড়ীতে জাতীয় নিরাপদ সড়ক দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত

অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১১ নভেম্বার ২০২৫ | সময়ঃ ০৭:৫০
photo

পলাশবাড়ী(গাইবান্ধা)প্রতিনিধিঃ-“মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমাবে জীবন ও সম্পদের ক্ষতি” — এ প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধার পলাশবাড়ীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (১১ নভেম্বর ২০২৫) সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), গাইবান্ধা সার্কেল-এর আয়োজনে উপজেলার গৃধারীপুর আদর্শ উচ্চ বিদ্যালয় হল রুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরটিএ গাইবান্ধা সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিঃ) শফিকুল আলম সরকার। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মটরযান পরিদর্শক কামাল আহম্মেদ কাজল ও অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোবাইদুল ইসলাম প্রধান। 

শেয়ার করুন