অফিস ডেস্ক
পলাশবাড়ী(গাইবান্ধা) প্রতিনিধিঃ-গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় আলোচিত আসাদুল ইসলাম (মুন্সি) হত্যা মামলার এক সন্দেহভাজন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১১ নভেম্বর ২০২৫) সকালে ধাপেরহাট পুলিশ ফাঁড়ির একটি বিশেষ দল অভিযান চালিয়ে সাদুল্যাপুর উপজেলার সোনাতলা গ্রাম থেকে হাবিবুর রহমান (৩০) নামের এক ব্যক্তিকে আটক করে। তিনি একই উপজেলার আমবাড়ি গ্রামের মজিবুর রহমানের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, আটক হাবিবুর রহমানকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ধাপেরহাট ফাঁড়িতে নেয়া হয়েছে। প্রাথমিক তদন্তে তাকে আসাদুল ইসলাম (মুন্সি) হত্যা মামলার সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হয়েছে।
ধাপেরহাট ফাঁড়ির ইনচার্জ জানান, “হত্যাকাণ্ডের সঙ্গে হাবিবুর রহমানের সম্পৃক্ততা আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, তবে তদন্তের স্বার্থে এ বিষয়ে বিস্তারিত এখনই বলা যাচ্ছে না।”
উল্লেখ্য, ২০২৪ সালের অক্টোবর মাসে সাদুল্যাপুর উপজেলার ৭নং ইদিলপুর ইউনিয়নের চকনদী গ্রামের পাশের ৩২ মাইল এলাকায় আসাদুল ইসলাম (মুন্সি)-এর মরদেহ উদ্ধার করা হয়। নৃশংস এ হত্যাকাণ্ডের পর দীর্ঘদিন মামলার অগ্রগতি না থাকায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়।